Country

3 weeks ago

SC Verdict on voters right: প্রার্থীর সম্পত্তির হিসেব জানার অধিকার নেই ভোটারদের : সুপ্রিম কোর্ট

Voters have no right to know candidate's assets: Supreme Court
Voters have no right to know candidate's assets: Supreme Court

 

নয়াদিল্লি, ৯ এপ্রিল: নির্বাচনের সময় যে কোনও রাজনৈতিক দলের প্রার্থীকে দাখিল করতে হয় নিজের স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসেব। তবে প্রার্থী যদি চান প্রতিটি স্থাবর সম্পত্তির হিসাব তিনি দেবেন না, এমনটা হতেই পারে। অর্থাৎ কোনও প্রার্থীর সম্পত্তি সংক্রান্ত সব কিছু জানার অধিকার নেই ভোটারদের।অরুণাচল প্রদেশের এক নির্দল প্রার্থীর গোপন সম্পত্তি সংক্রান্ত মামলায় মঙ্গলবার এমনই মন্তব্য করল সুপ্রিম কোর্ট।

২০১৯ সালে অরুণাচল প্রদেশের তেজু থেকে নির্দল প্রার্থী হিসেবে লড়াই করেছিলেন কারিখো ক্রি। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তিনি তাঁর সমস্ত স্থাবর সম্পত্তির হিসাব দেখাননি। এমনকি কারিখোর স্ত্রী ও ছেলের তিনটি গাড়ির কথা জানানো হয়নি মনোনয়ন পত্রে। এই কারণেই কারিখোর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়। মঙ্গলবার এই মামলার শুনানি চলে বিচারপতি অনিরুদ্ধ বোস এবং সঞ্জয় কুমারের সাংবিধানিক বেঞ্চে। এই দুই বিচারপতি কারিখোর বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করেছে।

You might also like!