Country

4 months ago

Annapurna Devi: সুস্থ ও ক্ষমতায়িত মহিলা ও মেয়েদের দিয়েই উন্নত ভারতের রূপকল্প অর্জিত হবে : অন্নপূর্ণা দেবী

Annapurna Devi
Annapurna Devi

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী  গুজরাটের গান্ধীনগরের মহাত্মা মন্দিরে দেশব্যাপী “রাষ্ট্রীয় পোষণ মাহ”-এর সপ্তম সংস্করণ-এর সূচনা করেছেন। পোষণ মাহ-এর এই সংস্করণটি অ্যানিমিয়া সচেতনতা, পোষণ ভি পড়াই ভি, প্রযুক্তি-ভিত্তিক উদ্যোগ এবং দেশ থেকে অপুষ্টি নির্মূল করার জন্য একটি অতিরিক্ত খাদ্যের উপর আলোকপাত করবে।

এই অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী বলেন, উন্নত ভারতের রূপকল্প অর্জিত হবে শুধুমাত্র দেশের সুস্থ ও ক্ষমতায়িত নারী ও মেয়েদের নিয়ে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নারী-নেতৃত্বাধীন উন্নয়নের ওপর জোর দিয়েছেন এবং এই দৃষ্টিভঙ্গি অর্জনের জন্য নারী ও শিশু কল্যাণ মন্ত্রক সাম্প্রতিক বাজেটে নারী ও মেয়েদের জন্য বিভিন্ন প্রকল্পের জন্য ৩ লাখ কোটি টাকা বরাদ্দ করেছে।

You might also like!