Country

4 weeks ago

Varun Gandhi:পিলভিটের টিকিট না পেয়ে খোলা চিঠি বরুণ গান্ধীর

Varun Gandhi
Varun Gandhi

 

পিলভিট, ২৮ মার্চ : উত্তর প্রদেশের পিলভিট আসন থেকে টিকিট দেওয়া হয়নি বরুণ গান্ধীকে। পিলভিট থেকে টিকিট না দেওয়ায় এই প্রথম মুখ খুললেন মানেকা-পুত্র। পিলভিট থেকে টিকিট না পেয়ে পিলভিটের জনতার প্রতি এক আবেগঘন চিঠি লিখলেন মানেকা গান্ধীর পুত্র বরুণ।

বরুণ লেখেন, মাত্র ৩ বছর বয়সে তিনি প্রথম পিলভিটে পা রাখেন। মায়ের হাত ধরে প্রথম পিলভিটে আসেন তিনি। এরপর ক্রমাগত পিলভিট তাঁর কর্মস্থল হয়ে ওঠে। পিলভিট যে শুধু তাঁর কর্মস্থল, এমন নয়। সেখানকার মানুষের সঙ্গে তাঁর আত্মিক সম্পর্ক। তাঁর পরিচয় তৈরি করেছে পিলভিট। পাশাপাশি তাঁর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গও হয়ে উঠেছে পিলভিট। পিলভিটের মানুষের জন্য কাজ করতে পেরে তিনি ধন্য। পিলভিটের মানুষ তাঁর জীবনের অঙ্গ বলেও নিজের খোলা চিঠিতে বলেন বরুণ।

এসবের পাশাপাশি বরুণ গান্ধী নিজের খোলা চিঠিতে আরও বলেন, পিলভিটের সাংসদ হিসেবে, তাঁর কার্যকাল শেষের মুখে। কিন্তু পিলভিটের সঙ্গে তাঁর সম্পর্ক কখনও শেষ হবে না বলেও মন্তব্য করেন বরুণ গান্ধী। পিলভিটের বিদায়ী সাংসদ লিখছেন, ‘ আপনাদের স্বার্থকেই সবচেয়ে আগে রেখেছি আমি।’ এরই সঙ্গে তাঁর আবেগঘন বার্তা,' সাংসদ হিসেবে না হলেও পিলভিটের ছেলে হিসেবে আমি সারাজীবন আপনাদের সেবা করতে অঙ্গীকারবদ্ধ এবং আপনাদের জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে...আগের মতোই। আমি রাজনীতিতে এসেছি সাধারণ মানুষের জন্য আওয়াজ তুলতে এবং আজ আমি আপনার আশীর্বাদ চাই এই কাজটি সর্বদা চালিয়ে যেতে, তাতে যাই-ই মূল্য চোকাতে হোক না কেন।'


You might also like!