Breaking News
 
Himachal Pradesh:হিমাচলের প্রাকৃতিক দুর্যোগে ব্যথিত অনুরাগ, নিহতদের প্রতি সমবেদনা বিজেপি নেতার Gaza: ত্রাণের লাইনে মৃত্যুর মিছিল! গাজায় ৭৯৮ প্যালেস্টিনীয়কে গুলি করে হত্যা, জানাল রাষ্ট্রসংঘ AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর!

 

Country

8 months ago

Prahlad Joshi: ৩৭.৫ গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য ক্ষমতা-সহ ৫০টি সোলার পার্ক অনুমোদন করেছে সরকার : প্রহ্লাদ যোশী

Prahlad Joshi
Prahlad Joshi

 

নয়াদিল্লি, ৪ নভেম্বর : দিল্লির ভারত মন্ডপমে কেন্দ্রীয় শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী সোমবার আন্তর্জাতিক সৌর জোট-এর সপ্তম অধিবেশন অনুষ্ঠানে যোগ দেন। তিনি বলেছেন, আগামী ২০৩০ সালের মধ্যে ৫০০ গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদনের লক্ষ্যে ভারত ৯০ গিগাওয়াট স্থাপিত সৌর ক্ষমতায় পৌঁছেছে।সরকার ৩৭.৫ গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য ক্ষমতা সহ ৫০ টি সৌর উদ্যানও অনুমোদন করেছে।

আন্তর্জাতিক সৌর জোট-এর সপ্তম অধিবেশন এদিন ভারত মন্ডপমে শুরু হয়েছে। জোটের গৃহীত নানা উদ্যোগ ছাড়াও শক্তির বন্টন, নিরাপত্তা এবং সদস্য দেশগুলির সৌরশক্তি গ্রহণের জন্য ক্ষমতায়ন নিয়েও অধিবেশনে আলোচনা হবে। ভারত এই অধিবেশনে সভাপতিত্ব করছে, সহ সভাপতির দায়িত্বে রয়েছে ফ্রান্স। ১২০টি দেশের মন্ত্রী ও মিশন প্রধানরা সৌর জোটের এবারের অধিবেশনে অংশ নিচ্ছেন।

You might also like!