Country

1 year ago

Yogi Adityanath:উদা দেবীর আত্মত্যাগ যুগে যুগে সবাইকে অনুপ্রাণিত করবে: যোগী আদিত্যনাথ

Yogi Adityanath
Yogi Adityanath

 

লখনউ, ১৬ নভেম্বর : সাহসী মহিলা উদা দেবীর আত্মত্যাগ যুগে যুগে সবাইকে অনুপ্রাণিত করবে, বলে বৃহস্পতিবার মন্তব্য করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বৃহস্পতিবার স্বাধীনতা সংগ্রামী উদা দেবীর মৃত্যুদিবস উপলক্ষ্যে যোগী তাঁকে স্মরণ করে এক্স-এর একটি পোস্টে একথা লেখেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ছাড়াও দুজন উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য এবং ব্রজেশ পাঠক মহান যোদ্ধা উদা দেবীকে তার মৃত্যু দিবসে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন।

মুখ্যমন্ত্রী যোগী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স'-এ তাঁর বার্তায় লিখেছেন, “মাতৃভূমিকে রক্ষা করার জন্য সাহসী মহিলা উদা দেবীর সংগ্রাম এবং আত্মত্যাগের অমর গাথা আমাদের সকলকে যুগে যুগে অনুপ্রাণিত করবে। স্বাধীনতা সংগ্রামের এই মহান যোদ্ধা, ভারতের বীরত্ব ও আত্মমর্যাদার প্রতীক উদা দেবীকে তাঁর মৃত্যুদিবসে আমি বিনম্র শ্রদ্ধা জানাই ।

উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য তার শোকবার্তায় লিখেছেন, “তিনি আশ্চর্যজনক সাহসিকতা, এবং সাহসের প্রতীক, মহিলাদের ক্ষমতায়নের মূর্ত প্রতীক, একজন মহান মহিলা যিনি অদম্য সাহস প্রদর্শন করেছিলেন এবং ১৮৫৭ সালে তিনি ৩৬ জন ব্রিটিশ সৈন্যকে হত্যা করে আত্মবরণ করেছিলেন। সাহসী মহিলা উদা দেবী পাসীকে তার মৃত্যুদিবসে বিনম্র শ্রদ্ধা”।উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক এক্স-এ লিখেছেন, “উদা দেবী পাসীর প্রতি বিনম্র শ্রদ্ধা। তিনি বীরত্ব ও সাহসের প্রতীক, নারীর ক্ষমতায়নের মূর্ত প্রতীক। তিনি ১৮৫৭ সালে ভারতীয় স্বাধীনতা সংগ্রামে অদম্য সাহসের পরিচয় দিয়েছিলেন”।


You might also like!