Country

1 month ago

Assam:করিমগঞ্জে ভোটকর্মীদের প্রশিক্ষণ শিবির ২৮ ও ৩০ মার্চ

Training camp for poll workers in Karimganj on March 28 and 30
Training camp for poll workers in Karimganj on March 28 and 30

 

করিমগঞ্জ : ২৮ ও ৩০ মার্চ ভোট গ্রহণ কর্মীদের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হচ্ছে করিমগঞ্জে। লোকসভা নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ওই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। জেলার মোট ১০ টি শিবিরে প্রশিক্ষণ পর্ব সম্পন্ন হবে। প্রশিক্ষণ শুরু হবে সকাল ১০ টায়। চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। প্রথম শিফট ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে। দ্বিতীয় শিফট শুরু হবে বেলা ১. ৩০ টায় । জেলা আয়ুক্ত তথা জেলা নির্বাচন আধিকারিক মৃদুল যাদব প্রশিক্ষণ শিবির সফল করে তোলার জন্য শুক্রবার সংশ্লিষ্ট সকলের প্রতি নির্দেশ জারি করেছেন। ওই দু''দিন জেলার করিমগঞ্জ সদর, রামকৃষ্ণনগর, পাথারকান্দি ও নিলামবাজার রাজস্ব চক্রের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভোট গ্রহণ কর্মীদের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হচ্ছে ।করিমগঞ্জ সদরে রবীন্দ্রসদন মহিলা কলেজ, সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, এম এম এম সি গার্লস এইচ এস স্কুল ও নীলমণি হায়ার সেকেন্ডারি স্কুলে অনুষ্ঠিত হবে প্রশিক্ষণ। রামকৃষ্ণনগরে আর কে নগর কলেজ ও আনিপুর নারায়ণনাথ এইচ এস স্কুলে চলবে প্রশিক্ষণ শিবির। পাথারকান্দির প্রেমময়ী সিনিয়র বেসিক স্কুল ও পাথারকান্দি মডেল হায়ার সেকেন্ডারি স্কুলে বসবে ভোটকর্মী প্রশিক্ষণ শিবির। নিলামবাজার সার্কলে নিলামবাজার কলেজ এবং বারইগ্রাম জফরগড় এক্সটেন্ডেড এইচ এস স্কুলে আয়োজন করা হয়েছে প্রশিক্ষণ শিবিরের। সংশ্লিষ্ট সকলের উপস্থিতি বাধ্যতামূলক।

You might also like!