Breaking News

 

Country

2 weeks ago

Haryana School Bus Accident: খুশির ঈদে মর্মান্তিক দুর্ঘটনার বলি ৬ শিশু! আহত একাধিক

Happy Eid tragic accident victims 6 children! Many injured
Happy Eid tragic accident victims 6 children! Many injured

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সাতসকালেই হরিয়ানায় মর্মান্তিক দুর্ঘটনা। বৃহস্পতিবার সকালে হরিয়না নারনায়ুলে একটি গ্রামে স্কুল বাস উলটে গিয়ে মৃত ছয় শিশু। আহত হয়েছে ১২ জনের বেশি শিশু। বৃহস্পতিবার ইদ উপলক্ষে ছুটি থাকা সত্ত্বেও খোলা ছিল স্কুল। সকালে শিশুদের স্কুলে পৌঁছে দেওয়ার সময় মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আহত ১২ পড়ুয়াকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

বাসটি করে কানিনা উনহানি গ্রামের জিএল পাবলিক স্কুলের পড়ুয়ারা যাতায়াত করত। জেলা শিক্ষা আধিকারিক জানিয়েছেন, প্রাথমিক ভাবে মনে হচ্ছে বাসের চালক মদ্যপ অবস্থায় ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ধাক্কা মারে একটি গাছে। অফিসিয়াল ডকুমেন্টস থেকে জানা গিয়েছে, বাসটির ফিটনেস শংসাপত্রের মেয়াদ ছয় বছর আগে ২০১৮ সালে শেষ হয়েছিল। জানা গিয়েছে ওই বাসটিতে ক্লাস ৪ থেকে ক্লাস টেনের প্রায় ৩৫ থেকে ৪০ জন পড়ুয়া ছিল। এখনও পর্যন্ত নিহত পড়ুয়াদের পরিচয় জানতে পারেনি পুলিশ। স্কুল বাসের চালকও আহত হয়েছেন। হাসপাতালে পৌঁছেছেন পড়ুয়াদের অভিভাবক ও স্কুলের কর্মীরা। দমকল এবং পুলিশও ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে।

দুর্ঘটনায় পর স্থানীয় লোকজন উদ্ধারকাজে হাত লাগায়। প্রকাশ্যে এসেছে একটি ভিডিয়ো। ভিডিয়োতে দেখা যাচ্ছে দুর্ঘটনার পর বাসটি ভেঙেচুড়ে রাস্তার মধ্যিখানে পড়ে রয়েছে। উল্লেখ্য়, বুধবার খড়গপুর-হাওড়া ৬ নম্বর জাতীয় সড়কে বাস দুর্ঘটনা। কোলাঘাট থানার বড়দাবার এলাকায় বড়সড় দুর্ঘটনা। যাত্রীবোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা দিয়ে হেটে যাওয়া এক যুবককে ধাক্কা মারে। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার নীচে নেমে গিয়ে উলটে যায় বলে খবর পাওয়া গিয়েছে। জানা যায় বর্ধমান থেকে মেচেদার দিকে আসছিল বর্ধমান ইটাবেড়িয়া রুটের বাসটি। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত হন বহু বাস যাত্রী। আহতদের তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ছত্তিশগড়ে ভয়াবহ দুর্ঘটনার কথা প্রকাশ্যে আসে সম্প্রতি। পালটি খেয়ে খাদে গড়িয়ে যায় একটি যাত্রীবোঝাই বাস। দুর্ঘটনায় কমপক্ষে ১২ জন যাত্রীর মৃত্যু হয়েছে। আহত আরও অন্তত ১৪ জন। মঙ্গলবার রাতে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে ছত্তিশগড়ের দুর্গ জেলায়। পুুলিশ জানায়, দুর্গ জেলার কেদিয়া ডিস্টিলারির ৫০ জন কর্মীকে নিয়ে বাসটি কুমহারি থেকে ভিলাই ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে। পাহাড়ি রাস্তায় বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়।

You might also like!