নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর : একগুচ্ছ কর্মসূচি নিয়ে ২৩ সেপ্টেম্বর, শুক্রবার বারাণসী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের সংসদীয় কেন্দ্র বারাণসীর গঞ্জারি এলাকায়, শুক্রবার দুপুর ১.৩০ মিনিট নাগাদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভূমিপুজো করবেন প্রধানমন্ত্রী মোদী। এছাড়াও আরও বেশ কিছু কর্মসূচি রয়েছে মোদীর। তিনি কাশী সংসদ সাংস্কৃতিক মহোৎসবের অধীনে ১৯ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত আয়োজিত জেলা-স্তরের সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের শংসাপত্র বিতরণ করবেন।
প্রধানমন্ত্রী মোদী বারাণসীতে নির্মিত অটল আবাসিক স্কুল এবং উত্তর প্রদেশের অন্যান্য ১৫টি বিভাগে নির্মিত অটল আবাসিক স্কুল বারাণসী থেকেই উদ্বোধন করবেন। আবাসিক বিদ্যালয়টি শিক্ষার্থীদের জন্য সকল সুযোগ-সুবিধা দিয়ে সজ্জিত। প্রধানমন্ত্রী মোদী বারাণসীতে ২০-দিন ব্যাপী চলমান কাশী সংসদ সাংস্কৃতিক মহোৎসবের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাওয়া শিল্পীদের সঙ্গেও দেখা করবেন।