Country

19 hours ago

Tiranga Yatra organised in delhi:অপারেশন সিঁদুরের সাফল্য উদযাপন, দিল্লিতে তিরঙ্গা যাত্রার আয়োজন

Tiranga Yatra organised in delhi
Tiranga Yatra organised in delhi

 

নয়াদিল্লি, ২১ মে : অপারেশন সিঁদুরের সাফল্যে রাজধানী দিল্লিতে আয়োজিত হল তিরঙ্গা যাত্রা। বুধবার সকালে তিরঙ্গা নেড়ে খালসা তিরঙ্গা যাত্রার সূচনা করেছেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। অপারেশন সিঁদুরের সাফল্যে ভারতীয় সশস্ত্র বাহিনীকে সম্মান জানাতেই আয়োজিত হয় এই তিরঙ্গা যাত্রা।

মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, মন্ত্রী মনজিন্দর সিং সিরসা এবং আশীষ সুদ এই তিরঙ্গা যাত্রার অংশ নেন। এছাড়াও আরও বহু মানুষ তিরঙ্গা যাত্রায় শামিল হন। মুখ্যমন্ত্রী বলেছেন, "ওয়াহে গুরু জি দা খালসা, ওয়াহে গুরু জি কি ফতেহ! দেশ এবং সেনাবাহিনীর সম্মানে, এখন সমস্ত খালসা নিজেদের হাতে তেরঙ্গা ধরে দাঁড়িয়েছে। এটি একটি কণ্ঠস্বর, একটি শক্তি এবং দেশের বাহিনীকে দেখানোর আবেগ যে প্রধানমন্ত্রীর আহ্বানে, সমগ্র খালসা সীমান্তে যেতে প্রস্তুত। এটি প্রধানমন্ত্রীর আহ্বানের প্রভাব।"

মন্ত্রী আশীষ সুদ বলেন, "আমি মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে এই খালসা তিরঙ্গা যাত্রায় আন্তরিকভাবে স্বাগত জানাই এবং আমার বন্ধু এবং ভাই, সর্দার মনজিন্দর সিং সিরসাকেও এই তিরঙ্গা যাত্রা আয়োজনের জন্য ধন্যবাদ জানাই।"

You might also like!