নয়াদিল্লি, ২৭ মার্চ : পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন বিজেপি সাংসদ মনোজ টিগ্গা। বৃহস্পতিবার সকালে সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মনোজ টিগ্গা বলেছেন, "পশ্চিমবঙ্গে কোনও আইন-শৃঙ্খলা নেই। বিরোধী দলের নেতা, বিশেষ করে বিজেপিকে টার্গেট করা হচ্ছে। তৃণমূল কংগ্রেস সরকার গণতন্ত্র ও সংবিধানে বিশ্বাসী নয়।"
আসলে বিজেপি নেতা অর্জুন সিংয়ের বাড়িতে হামলা প্রসঙ্গে এই মন্তব্য করেছেন মনোজ। বুধবার রাতে অর্জুন সিংয়ের বাড়িতে হামলা চালায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। অর্জুন সিং বলেছেন, "আমি বুঝতে পারছি না কী হচ্ছে। ৪ অক্টোবরও নমিত সিং, সাদ্দাম এবং তার দলবল এখানে আক্রমণ করেছিল। তারা বোমা ছুঁড়েছিল এবং আমি আহত হয়েছিলাম। রাত ১০.২০ মিনিট নাগাদ আমরা গুলির শব্দ শুনতে পেলাম, আমরা যখন দেখতে গেলাম, তখন পুলিশ-সহ ৫০-৬০ জন লোক ইতিমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত ছিল। আমরা যখন ফিরে আসি, তখন দেখি আমার বাড়িতে দু'টি বোমা ছোঁড়া হয়েছে। একটি ফেটেছে এবং অন্যটি তাজা।"