পাটনা, ১৮ অক্টোবর : বিহারে আবারও ফিরে এসেছে বিষমদ আতঙ্ক, সিওয়ান ও সারনে মৃত্যু হয়েছে অনেকের। এমতাবস্থায় বিহারের উপ-মুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা বলেছেন, সরকার বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে। একইসঙ্গে রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এ আক্রমণ করেছেন সিনহা। তিনি বলেছেন, "যারা মদের ব্যবসা করছেন, তাঁরা আরজেডি থেকে প্রার্থী হচ্ছেন।"
শুক্রবার পাটনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে উপ-মুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা বলেছেন, "সরকার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে, যারা এমন পরিবেশ সৃষ্টি করবে তাঁদের রেহাই দেওয়া হবে না। এর পেছনে কারা রয়েছে, তাও তদন্ত করছে সরকার। তাঁদের মুখও উন্মোচিত হবে এবং যারা বিহারের দরিদ্র মানুষের জীবন নিয়ে খেলা করছে, তাদের কোনও মূল্যে রেহাই দেওয়া হবে না। মদের ব্যবসা যারা করে তাঁরা আরজেডি থেকে প্রার্থী হন। সবার সম্মতিতে মদ নিষিদ্ধ করা হয়েছে। সবাইকে সহযোগিতা করতে হবে।"