Country

5 months ago

Goa-Karnataka highway:কালী নদীর ওপর সেতু ভেঙে বিপত্তি, যান চলাচল বিপর্যস্ত গোয়া-কর্ণাটক হাইওয়েতে

Goa-Karnataka highway
Goa-Karnataka highway

 

পানাজি, ৭ আগস্ট : কালী নদীর ওপর সেতু ভেঙে বড়সড় বিপত্তি! সেতু ভেঙে পড়ায় গোয়া ও কর্ণাটকের মধ্যে সংযোগকারী ৬৬ নম্বর জাতীয় সড়কে যানবাহন চলাচল বিপর্যস্ত হয়েছে। মঙ্গলবার গভীর রাত একটা নাগাদ কর্ণাটকের সদাশিবগড়ে কালী নদীর ওপর একটি পুরানো সেতু ভেঙে পড়ে।

সেতু পার হওয়ার সময় একটু ট্রাক কালী নদীতে পড়ে যায়। স্থানীয় মৎস্যজীবীরা ওই ট্রাকের চালককে কোনওরকমে উদ্ধার করেন। প্রতিবেশী রাজ্য কর্ণাটকের কারওয়ারের একজন পুলিশ অফিসার জানিয়েছেন, সেতু ভেঙে পড়ায় যানবাহন চলাচল বন্ধ হয়েছে বুধবার সকাল থেকেই।

You might also like!