Country

1 day ago

কাঠুয়ায় এখনও লুকিয়ে সন্ত্রাসীরা, তৃতীয় দিনে পড়ল অভিযান

Terrorists now hiding in Katwa, operation enters third day
Terrorists now hiding in Katwa, operation enters third day

 

জম্মু, ২৫ মার্চ : জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় রবিবার রাত থেকে শুরু হওয়া এনকাউন্টার এখনও অব্যাহত রয়েছে। জঙ্গিরা যাতে পালিয়ে যেতে না পারে, তাই গোটা এলাকা চারিদিক থেকে ঘিরে রাখা হয়েছে। ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশ কাঠুয়ার হিরানগরের সানিয়াল এলাকায় এখনও তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে।

সন্ত্রাসীদের উপস্থিতি সম্পর্কে তথ্য পাওয়ার পর, রবিবার রাতে হিরানগরের সানিয়াল এলাকায় তল্লাশি অভিযানে নামে জম্মু ও কাশ্মীর পুলিশ এবং রাইজিং স্টার কর্পসের সৈন্যরা। রবিবার রাত থেকে শুরু হওয়া এই অভিযান মঙ্গলবার সকালেও অব্যাহত রয়েছে। জঙ্গিদের খুঁজে পেতে ড্রোনেরও সাহায্য নেওয়া হয়েছে।

উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী জেলা কাঠুয়ার হিরানগরের সানিয়াল এলাকায় লুকিয়ে রয়েছেন তিন জঙ্গি, এই তথ্যের ভিত্তিতে রবিবার রাত থেকে গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ এবং ভারতীয় সেনার যৌথ দল। সূত্রের খবর, যৌথবাহিনী তল্লাশি শুরু করতেই জঙ্গিরা তাঁদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। শুরু হয়ে যায় দু’পক্ষে গুলির লড়াই। সেই অভিযান এখনও জারি রয়েছে।

You might also like!