Breaking News
 
PM Narendra Modi:রামমন্দির চত্বর থেকে ঐতিহাসিক অঙ্গীকার: মোদীর মুখে 'রামরাজ্য' ও 'বিকশিত ভারত'— গণতন্ত্রের জননী ভারত 5000 crore investment proposal in Jangalmahal:জঙ্গলমহলের জেলায় ৫,৫০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব! ডিসেম্বরে শিল্প সম্মেলনের আগে রাজ্যের জন্য বড় সাফল্য, কর্মসংস্থানকে অগ্রাধিকার Election Commission sends letter to Mamata Banerjee : মমতাকে কমিশনের চিঠি— তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতে সম্মত! দীর্ঘ টালবাহানার পর মিলল সবুজ সংকেত Suvendu Adhikari : পুলিশকে রাজনৈতিক কাজে ব্যবহারের অভিযোগ! পুলিশ আধিকারিকদের ভাষণের ভিডিয়ো পাঠিয়ে জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী Mamata Banerjee: মাঝপথে বাতিল হেলিকপ্টার! মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে সময় বিভ্রাট— বনগাঁ রওনা হলেন সড়কপথে, পিছিয়ে গেল জোড়া সভার সময় Modi : 'ধ্বনি কম, প্রতিধ্বনি বেশি'! আসন্ন ভোটে বঙ্গে মোদীর জনসভার সংখ্যা কমাচ্ছে বিজেপি, মেজেই ব্যবহার করা হবে সর্বোচ্চ নেতাকে

 

Country

47 minutes ago

26/11 Mumbai terror attacks: সন্ত্রাসবাদ সমগ্র মানব জাতির জন্য অভিশাপ , অমিত শাহ

Home Minister Amit Shah
Home Minister Amit Shah

 

নয়াদিল্লি, ২৬ নভেম্বর : মুম্বইয়ে ২৬/১১-র ভয়াবহ সন্ত্রাসী হামলার শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একইসঙ্গে তিনি জানিয়েছেন, "সন্ত্রাসবাদ শুধুমাত্র একটি দেশের জন্য নয়, বরং সমগ্র মানব জাতির জন্য অভিশাপ।" বুধবার সকালে এক্স মাধ্যমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, "২০০৮ সালের এই দিনেই সন্ত্রাসীরা মুম্বইয়ে কাপুরুষোচিত হামলা চালিয়ে জঘন্য ও অমানবিক কাজ করেছিল। এই কাপুরুষোচিত হামলায় প্রাণ হারানো সকলকে শ্রদ্ধা জানাই।"

সন্ত্রাসবাদের নিন্দা করে এক্স মাধ্যমে অমিত শাহ জানান, "সন্ত্রাসবাদ কেবল একটি দেশের জন্য নয়, বরং সমগ্র মানব জাতির জন্য অভিশাপ। সন্ত্রাসবাদের বিরুদ্ধে মোদী সরকারের শূন্য-সহনশীলতা নীতি স্পষ্ট, যা সমগ্র বিশ্ব প্রশংসা করছে এবং ভারতের সন্ত্রাসবিরোধী অভিযানকে ব্যাপক সমর্থন দিচ্ছে।"

You might also like!