বিকানের, ২ মার্চ : উত্তর-পূর্বের রাজ্য মণিপুর এখনও শান্ত হয়নি। সেখানকার সামগ্রিক পরিস্থিতি নিয়ে নিরন্তর বৈঠক করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবারই মণিপুরের পরিস্থিতি নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এমতাবস্থায় কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বলেছেন, মণিপুরের পরিস্থিতির শীঘ্রই উন্নতি হবে।রবিবার সকালে রাজস্থানের বিকানেরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী মেঘওয়াল বলেছেন, ভারত সরকার মণিপুরের ব্যাপারে খুবই সংবেদনশীল। লোকসভা ও রাজ্যসভায় এই নিয়ে আলোচনা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সার্বক্ষণিক তা পর্যবেক্ষণ করছেন। আমি নিশ্চিত, পরিস্থিতির অবশ্যই উন্নতি হবে।"