Country

4 weeks ago

PM Modi Interaction With Bill Gates:তৃতীয়বার ক্ষমতায় এলে ক্যানসারের টিকা নিশ্চিত করাই মূল লক্ষ্য হবে,মোদী-সাক্ষাতে প্রশংসা বিল গেটসের

PM Modi Interaction With Bill Gates
PM Modi Interaction With Bill Gates

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার কৃষি, শিক্ষা এবং স্বাস্থ্যকে তিনটি সেক্টর হিসেবে চিহ্নিত করেছেন ৷ একই সঙ্গে, তিনি বিশ্বাস করেন, এই তিন ক্ষেত্রেই প্রযুক্তি একটি বড় ভূমিকা পালন করতে পারে ৷ এ ক্ষেত্রে তাঁর সরকারের প্রচেষ্টাকেও তুলে ধরেছেন প্রধানমন্ত্রী মোদি ৷সেই সময়ে তিনি জানিয়েছিলেন, মোদীর থেকে অনেক কিছু শেখার আছে। সেই সাক্ষাতের কিছু সপ্তাহ পর শুক্রবার ফের বৈঠক করলেন দু'জন। এবার মোদী সরকারের ডিজিটাল উদ্যোগের দারুণ প্রশংসা করলেন গেটস। বললেন, ভারত বিশ্বের বিভিন্ন দেশকে পথ দেখাচ্ছে। 

প্রধানমন্ত্রীর বাসভবনেই বিল গেটস বৈঠক করেছেন নরেন্দ্র মোদীর সঙ্গে। তাঁদের আলোচনায় উঠে এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে শুরু করে ডিজিটাল ভারত, এমনকী জলবায়ু পরিবর্তনের মতো বিষয়। ভারত বিগত কিছু বছরে ডিজিটালি যেভাবে উন্নতি করেছে তার সুখ্যাতি করেছেন গেটস। তাঁর কথায়, ''ভারত শুধু প্রযুক্তির ব্যবহারই শিখছে না, সেটা নিয়ে দারুণ কাজও করছে। বর্তমানে ভারতে ডিজিটাল সরকার চলছে।'' গেটসের বক্তব্য, নতুন নতুন প্রযুক্তিকে গ্রহণ করে ভারত বিশ্বকে পথ দেখাচ্ছে। 

দেশের ডিজিটাল প্রযুক্তি নিয়ে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, ''ইন্দোনেশিয়ায় জি২০ শীর্ষ সম্মেলনের সময়ে সারা বিশ্বের প্রতিনিধিরা আমাদের দেশের ডিজিটাল বিপ্লব সম্পর্কে তাদের কৌতূহল প্রকাশ করেছিলেন। আমি বলেছিলাম, আমরা প্রযুক্তিকে গণতান্ত্রিক করেছি। এখানে জনতার দ্বারা, জনতার জন্য প্রযুক্তি চলছে। কোনও মনোপোলি নেই।'' এই প্রসঙ্গে 'নমো ড্রোন দিদি' প্রকল্প সম্পর্কেও গেটসে বোঝান মোদী। জানান, এর দ্বারাই দেশে প্রযুক্তি সম্পর্কে সচেতন করা হয়। 

ভারতের ডিজিটাল প্রগতি দেখে উচ্ছ্বসিত বিল গেটস। তিনি মোদী সরকারের প্রশংসা করে বলেছেন, ভারতে অতীতে যে সাফল্য অর্জন করেছে তাকেও বর্তমান সময় ছাপিয়ে গেছে। ডিজিটাল উদ্ভাবনের মতো অনেক নতুন বিষয় সামনে এনেছে ভারত। বিশ্ব এখন ভারতের কাছ থেকে অনেক কিছু শিখছে। 


You might also like!