Country

1 month ago

PM blasts BRS and Congress:বিআরএস ও কংগ্রেসকে তোপ প্রধানমন্ত্রীর, বললেন তাঁরা জনগণের সঙ্গে বিস্বাসঘাতকতা করেছে

Narendra Modi
Narendra Modi

 

জগতিয়াল, ১৮ মার্চ : কংগ্রেস ও বিআরএস-এর তীব্র সমালোচনা করলেন প্রধানমন্ত্রী তথা বর্ষীয়ান বিজেপি নেতা নরেন্দ্র মোদী। সোমবার তেলেঙ্গানার জগতিয়ালে এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "বিআরএস জনগণের বিশ্বাসের অপব্যবহার করেছে, সরকার গঠন করেছে এবং তারপর জনগণের বিশ্বাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ১০ বছর ধরে তেলঙ্গানা গঠনের পরে, বিআরএস নির্মমভাবে লুট করেছে এবং এখন কংগ্রেস তেলেঙ্গানাকে নিজস্ব 'ব্যক্তিগত এটিএম' হিসেবে ব্যবহার করছে।"

প্রধানমন্ত্রীর কথায়, "গণতন্ত্রের বৃহত্তম উৎসব শুরু হয়েছে। আগামী ১৩ মে তেলেঙ্গানার ভোটাররা ইতিহাস রচনা করবেন।" রবিবার মুম্বইয়ে আইএনডিআই জোটের সবচেয়ে বড় র‍্যালি ছিল, নির্বাচনের তারিখ ঘোষণার পর এটাই ছিল তাঁদের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সমাবেশ।" মোদী বলেছেন, "আইএনডিআই জোট নিজেদের ইস্তেহারে বলেছে, তাদের লড়াই 'শক্তি'র বিরুদ্ধে। আমার কাছে প্রতিটি মা, কন্যা ও বোন 'শক্তি'র একটি রূপ। আমি তাদের 'শক্তি' রূপে পূজা করি। আমি ভারত মাতার উপাসক...তাদের ইস্তেহার হল 'শক্তি' শেষ করা, এবং আমি চ্যালেঞ্জ গ্রহণ করছি...ম্যায় জান কি বাজি লাগা দুঙ্গা।" প্রধানমন্ত্রীর কথায়, "কেউ কি 'শক্তি' ধ্বংসের কথা বলতে পারে?...চন্দ্রযান মিশনের সাফল্যকে উৎসর্গ করেছিলাম, চন্দ্রযান যেখানে অবতরণ করেছিল সেটিকে 'শিবশক্তি' বলে নামকরণ করা হয়। লড়াইটা তাঁদের মধ্যে যারা 'শক্তি'-কে ধ্বংস করতে চায় এবং যারা 'শক্তি'-র পুজো করে, ৪ জুন লড়াই হয়ে যাবে।"


You might also like!