Country

4 days ago

Padma Awards-2026: পদ্ম পুরষ্কার ২০২৬, অনলাইনে মনোনয়ন চলবে ৩১ জুলাই পর্যন্ত

Padma Awards-2026
Padma Awards-2026

 

নয়াদিল্লি, ১১ এপ্রিল : আগামী বছরের (২০২৬ সাল) প্রজাতন্ত্র দিবসে ঘোষিত পদ্ম পুরষ্কার ২০২৬-এর জন্য মনোনয়ন ৩১ জুলাই পর্যন্ত খোলা থাকবে। মনোনয়ন প্রক্রিয়া ১৫ মার্চ থেকে শুরু হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, পদ্ম পুরষ্কারের জন্য মনোনয়ন এবং সুপারিশ কেবলমাত্র রাষ্ট্রীয় পুরষ্কার পোর্টালে অনলাইনে গ্রহণ করা হবে। পদ্ম পুরষ্কার - পদ্ম বিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী - দেশের সর্বোচ্চ বেসামরিক পুরষ্কারগুলির মধ্যে অন্যতম। পুরষ্কারগুলি 'বিশিষ্ট কাজের' স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে এবং শিল্প, সাহিত্য ও শিক্ষা, ক্রীড়া, চিকিৎসা, সমাজকর্ম, বিজ্ঞান ও প্রকৌশল, জনবিষয়ক, সিভিল সার্ভিস এবং বাণিজ্য ও শিল্পের মতো সকল ক্ষেত্রে বিশিষ্ট এবং ব্যতিক্রমী কৃতিত্বের জন্য দেওয়া হয়। দেশ, পেশা, পদ অথবা লিঙ্গের পার্থক্য ছাড়াই সকল ব্যক্তি এই পুরষ্কারের জন্য যোগ্য।

You might also like!