নয়াদিল্লি, ২৮ ফেব্রুয়ারি : একগুচ্ছ অভিযোগ জানিয়ে দিল্লি বিধানসভার অধ্যক্ষ বিজেন্দ্র গুপ্তাকে চিঠি লিখলেন দিল্লির বিরোধী দলনেত্রী অতিশী মারলেনা। দিল্লি বিধানসভার অধ্যক্ষকে পাঠানো চিঠিতে অতিশী উল্লেখ করেছেন, "২৫ উপ-রাজ্যপালের ভাষণ চলাকালীন, শাসক দলের বিধায়করা 'মোদী-মোদী' স্লোগান তোলেন, যেখানে বিরোধী বিধায়করা বাবা সাহেব ডঃ ভীমরাও আম্বেদকরের মতামতকে সম্মান জানিয়ে 'জয় ভীম' স্লোগান তোলেন। এটা খুবই দুর্ভাগ্যজনক যে, শাসক দলের কোনও বিধায়কের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি, কিন্তু 'জয় ভীম' স্লোগান দেওয়ার জন্য বিরোধী দলের ২১ জন বিধায়ককে ৩ দিনের জন্য বিধানসভা থেকে সাসপেন্ড করা হয়েছে।"
অতিশী চিঠিতে আরও লেখেন, "এই অবিচার এখানেই থামেনি, গতকাল যখন বরখাস্ত হওয়া বিধায়করা গণতান্ত্রিক উপায়ে বিধানসভা চত্বরে উপস্থিত গান্ধীজির মূর্তির সামনে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে যাচ্ছিলেন, তখন তাদের বিধানসভার গেটের ২০০ মিটার আগে থামিয়ে দেওয়া হয়েছিল এবং বিধানসভা চত্বরে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছিল। এটা শুধু বিধায়কদেরই নয়, জনগণের দেওয়া জনাদেশকেও অপমান...আপনি এই বিধানসভার অভিভাবক। অভিভাবকের দায়িত্ব হল সকল বিধায়কের সঙ্গে সমান ন্যায়বিচার করা, তা সে শাসক দলেরই হোক অথবা বিরোধীদের। আমি আপনাকে গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা করার জন্য অনুরোধ করছি এবং নিশ্চিত করতে চাই, যে কোনও বিধায়ক যেন তার সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত না হয়।"