Country

1 year ago

Nitish Kumar on Bihar Issue : রাজনৈতিক সঙ্কটের আবহে রাজ্যপালের কাছে সময় চাইলেন নীতীশ, পাটনায় লালুর বাড়িতে গোপন বৈঠক

nitish seeks time from governor
nitish seeks time from governor

 

পাটনা, ৯ আগস্ট : রাজনৈতিক সঙ্কট এবার বিহারে! বিজেপির সঙ্গে আবারও সমস্ত ধরনের সম্পর্ক ছিন্ন করতে পারেন জনতা দল ইউনাইটেড (জেডিইউ)-এর প্রধান ও বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বিহার তথা জাতীয় রাজনীতিতে এমনই জল্পনা চলছে। এই জল্পনা আরও বাড়িয়ে দিয়ে বিহারের রাজ্যপালের সঙ্গে দেখা করার জন্য সময় চাইলেন নীতীশ কুমার।

এদিকে, আবারও জেডিইউয়ের হাত ধরতে রাজি আরজেডি। পুরনো স্মৃতিকে পাশে সরিয়ে আবারও জেডিইউ-র হাত ধরতে আরজেডি ও কংগ্রেস সদিচ্ছা দেখিয়েছে। ২০২০ সালের বিধানসভা ভোটের ফলে দলের বিপুল সংখ্যক আসন হারিয়ে সংখ্যার বিচারে তিন নম্বরে নেমে গিয়েছেন নীতীশ! এই মুহূর্তে রাজ্য বিধানসভায় সবচেয়ে বড় দল লালুর আরজেডি। যার নেতা তেজস্বী যাদব। আসন সংখ্যার হিসাব ধরলে লালু-নীতীশ ও কংগ্রেস একজোট হলে অনায়াসেই গড়া যাবে সরকার। এই সম্ভাবনা সত্যি হলে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে হিন্দি বলয়ের অন্যতম গুরুত্বপূর্ণ এই রাজ্যে ক্ষমতা থেকে সরতে হবে বিজেপিকে। লালুর বাড়িতে মঙ্গলবার সকালে গোপন বৈঠকও হয়েছে। বৈঠকে যোগ দেওয়ার আগে মোবাইল বাইরে রাখতে হয়েছিল আরজেডি-র নেতাদের। তাতেই বোঝা যাচ্ছে কতটা গোপন ছিল সেই বৈঠক।

You might also like!