Country

3 hours ago

NF Rail : এনএফ রেলের সৌরশক্তি উৎপাদন ক্ষমতা ৭৩৯৯ কেডব্লিউপি পর্যন্ত বৃদ্ধি

NF Rail
NF Rail

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে (এনএফআর) ২০২৪-২৫ অর্থবর্ষে সৌরশক্তি উৎপাদনের ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে স্থিতিশীল উন্নয়ন ও শক্তি দক্ষতার প্রতি তার প্রতিশ্রুতি পুনর্নিশ্চিত করেছে। কার্বন ফুট প্রিন্ট হ্রাস করা এবং নবায়নযোগ্য শক্তি গ্রহণ করার চলমান প্রচেষ্টার অংশ হিসেবে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে তার অধিক্ষেত্রে চলতি বছরের এপ্রিল ও অক্টোবর মাসের মধ্যে ১,২৭৭ কেডব্লিউপি সামগ্রিক সৌর ক্ষমতা চালু করেছে।

এই পদক্ষেপ উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের ডিভিশনগুলিতে অতিরিক্ত সৌরশক্তি প্রকল্প স্থাপনের সাক্ষী হয়েছে। এক্ষেত্রে শীর্ষে রয়েছে ৬৭২ কেডব্লিউপি-এর সাথে রঙিয়া ডিভিশন। এর পর রয়েছে লামডিং ডিভিশনের ৫৪৫ কেডব্লিউপি এবং আলিপুরদুয়ার ডিভিশনের অবদান ৬০ কেডব্লিউপি।উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা আজ মঙ্গলবার এক প্রেস বার্তায় এ তথ্য জানিয়েছেন। প্রেস বার্তায় তিনি আরও জানান, উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের জোনে এখন ক্রম-বর্ধমান সৌরশক্তি ক্ষমতা ৩১ অক্টোবর পর্যন্ত আকর্ষণীয় ৭,৩৯৯ কেডব্লিউপি-এ পৌঁছে গেছে। উল্লেখযোগ্য এই অবদানের মধ্যে লামডিং ডিভিশনে ২,৮৮২, রঙিয়া ডিভিশনে ১,১৪৬, কাটিহার ডিভিশনে ৬১০ কেডব্লিউপি, আলিপুরদুয়ার ডিভিশনে ৪৪১ কেডব্লিউপি, তিনসুকিয়া ডিভিশনে ১৯০ কেডব্লিউপি এবং নিউ বঙাইগাঁও ও ডিব্রুগড় উভয় ওয়ার্কশপে ১,০০০ কেডব্লিউপি সৌর প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে।

এনএফআর-এর সদর কার্যালয়েও ১৩০ কেডব্লিউপি ক্ষমতার সৌরশক্তি উৎপন্ন করার ব্যবস্থা রয়েছে। সৌরশক্তি স্থাপনের ফলে বিরল গতানুগতিক শক্তির উৎসের উপর উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের নির্ভরশীলতা হ্রাস করতে সাহায্য হওয়ার পাশাপাশি নবীকরণযোগ্য শক্তির সাথে স্থিতিশীল পরিচালনার জন্য এক উদাহরণ সৃষ্টি করেছে।

ভবিষ্যতের কথা চিন্তা করে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে সৌরশক্তির পরিকাঠামো সম্প্রসারণের ক্ষেত্রে যথেষ্ট অগ্রসর হচ্ছে। বর্তমানে বিভিন্ন ডিভিশনে অতিরিক্ত ৩,৯৩৫ কেডব্লিউপি সৌরশক্তি উৎপাদন প্রকল্প স্থাপনের কাজ চালানো হচ্ছে এবং শক্তি উৎপাদনের লক্ষ্যে উল্লেখযোগ্য ৪০,৪১১ কেডব্লিউপি সৌর প্রকল্পের জন্য আরও টেন্ডার জারি করা হয়েছে।

ভারতীয় রেলওয়ে নেটওয়ার্কের মধ্যে সবুজশক্তি গ্রহণ করার ক্ষেত্রে এই অভিলাষী পরিকল্পনা উত্তরপূর্ব সীমান্ত রেলওয়েকে প্রথমসারির স্থান প্রদান করবে বলে দাবি করে প্রেস বার্তায় বলা হয়েছে, উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের ‘গো গ্রিন’ পদক্ষেপ পরিবেশ ব্যবস্থাপনা ও শক্তি সংরক্ষণের ক্ষেত্রে তাদের দৃঢ় দায়বদ্ধতাকেই প্রদর্শন করে। নবীকরণযোগ্য শক্তির সাহায্যে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে শুধুমাত্র তার কার্বন নির্গমন হ্রাস করবে না, পাশাপাশি দেশের স্থিতিশীল উন্নয়ন ও স্বচ্ছ শক্তি গ্রহণের বৃহত্তর লক্ষ্যের প্রতি অবদানও রাখছে। পরিবেশ অনুকূল এবং দক্ষ পরিবহণ পরিষেবা প্রদানের ক্ষেত্রে উৎকৃষ্টতার জন্য উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

You might also like!