Breaking News
 
Diljit Dosanji :সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের শিকার দিলজিৎ? অমিতাভকে প্রণাম করার পর কেন হুমকির মুখে পড়লেন গায়ক? Tamannaah Bhatia:তামান্না ভাটিয়ার অবাক করা স্বীকারোক্তি: 'ত্রিশের আগেই ছুটি নিতাম...', কী কারণে ভেস্তে গেল সেই সিদ্ধান্ত? Deepika Padukone:কল্কি ফ্র্যাঞ্চাইজি থেকে বাদ দীপিকা? প্রধান ছবি ও প্রিক্যুয়েল, কোথাও নেই নায়িকা! জল্পনা তুঙ্গে Vidya Balan-Enrique Iglesias: ২০ বছর আগে কোন কনসার্টে গিয়েছিলেন বিদ্যা? এক রাতের স্মৃতি কীভাবে নায়িকার জীবন বদলে দিল Aaradhya Bachchan and Navya Naveli Nanda: নভেলি নন, নব্যার জীবনে আরাধ্যা: মামাতো বোনের সঙ্গে তার মিষ্টি সম্পর্ক কেমন? Sohini Sarkar: ‘মা হব না’ মন্তব্যে তোলপাড় সোশ্যাল মিডিয়া, কীভাবে মা হতে চান তা খোলাখুলি জানালেন সোহিনী

 

Country

11 months ago

Udaipur: উদয়পুরের মেওয়ারে রাজ পরিবারে অশান্তি, ঝরল রক্তও! জখম তিন

Rajasthan
Rajasthan

 

উদয়পুর, ২৬ নভেম্বর : রাজার রাজত্ব শেষ, এখন শুধুই পড়ে রয়েছে সম্পত্তি ও সিংহাসন। তার দখল নিয়েই উত্তেজনা ছড়াল রাজস্থানের উদয়পুরে। মেওয়ারের রাজ পরিবারের সদস্য তথা বিজেপি বিধায়ক বিশ্বরাজ সিংয়ের অভিষেককে কেন্দ্র করে অশান্তির সূত্রপাত। চলতি মাসের শুরুতেই বিশ্বরাজের বাবা মহেন্দ্র সিংহ মেবার প্রয়াত হন। তারপরেই সোমবার অভিষেক হয় বিশ্বরাজের, তিনি হন মেওয়ারের ৭৭-তম মহরানা। যার ফলে চিতরগড় দুর্গের রাজপরিবারের প্রধান হন তিনি। সোমবার অনুষ্ঠিত রাজ্যাভিষেক অনুষ্ঠানের পরে বিশ্বরাজ সিং মেওয়ারের ধুনি মাতা মন্দিরে যাওয়ার কথা ছিল, কিন্তু উদয়পুরের সিটি প্যালেসের দরজাগুলি তালাবদ্ধ ছিল।

অভিযোগ, সোমবার সন্ধ্যায় অনুগামীদের নিয়ে উদয়পুর রাজপ্রাসাদে যখন ঢুকতে যান বিশ্বরাজ, তখন তাঁকে বাধা দেওয়া হয়। উদয়পুরের রাজপ্রাসাদটি বিশ্বরাজের কাকা শ্রীজি অরবিন্দ সিং মেওয়ার এবং তাঁর সন্তানদের নিয়ন্ত্রণে রয়েছে। সেই প্রাসাদেই সোমবার বিশ্বরাজ প্রবেশ করতে গেলে পথ আটকান তুতোভাই ডা: লক্ষ্য রাজ সিং। অভিযোগ, তারপরেই অশান্তি শুরু হয় দু’পক্ষের মধ্যে। বিজেপি বিধায়ক বিশ্বরাজের অনুগামীরা ওই প্রাসাদের গেট টপকে ভিতরে প্রবেশের চেষ্টা করে। পাথর ছোড়ে লক্ষ্য রাজ সিংয়ের অনুগামীদের দিকে। পাল্টা বিশ্বরাজের অনুগামীদের লক্ষ্য করেও ইট-পাথর ছুড়তে থাকে ডা: লক্ষ্য রাজের অনুগামীরা। যার ফলে জখম হয়েছেন অনেকেই। পুলিশের তরফে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়।

উদয়পুরের জেলাশাসক অরবিন্দ কুমার পোসওয়াল বলেছেন, "আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। প্রাসাদের প্রতিনিধিদের পাশাপাশি সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চলছিল। আমরা কিছু বিষয়ে একমত হয়েছি, যদিও কিছু বিষয়ে এখনও আলোচনা চলছে। ধুনি মাতা মন্দিরের বিতর্কিত স্থানটি রিসিভারশিপে নেওয়ার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।"

You might also like!