সুকমা, ২৩ মে : ছত্তিশগড়ের সুকমা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে নকশালদের গুলির লড়াই চলছে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, এক জন নকশালের মৃত্যু হয়েছে। শুক্রবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় কিস্তারাম থানা এলাকার একটি জঙ্গলে নকশাল বিরোধী যৌথ অভিযানে বের হয় নিরাপত্তা বাহিনী। তিনি বলেন, জেলা রিজার্ভ গার্ড (ডিআরজি), স্পেশাল টাস্ক ফোর্স এবং সিআরপিএফের কোবরা-র ২১০তম ব্যাটালিয়নের সদস্যরা এই অভিযানে অংশ নেন। তখনই নিরাপত্তা বাহিনী এবং নকশালদের মধ্যে মধ্যে গুলির লড়াই শুরু হয়। সংঘর্ষস্থল এবং আশেপাশের এলাকায় নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান চালাচ্ছে বলে শুক্রবার জানানো হয়েছে পুলিশের তরফে।