Country

1 year ago

Kiran Patel: মোদীর নাম করে কোটি কোটি টাকার জালিয়াতি কিরন প্যাটেলের, স্বামীর পর্দা ফাঁস করলেন স্ত্রী মালিনী

Kiran Patel
Kiran Patel

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জেড+ নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি, চালচলন থেকে পোশাকআশাক সবেতেই রাজকীয় ব্যপার। পিএমও আধিকারিক কিরন প্যাটেল কে জালিয়াতির দায়ে গ্রেফতার করেছে কাশ্মীর পুলিশ।

তবে, এবার তার হয়ে সালিশি করতে কসুর করলেন না তার স্ত্রী মালিনী। একটি সাক্ষাৎকারে তিনি বলেন- “আমার স্বামী কখনও কোন অন্যায় করতে পারে না। সে পেশায় একজন ইঞ্জিনিয়ার আর আমি ডাক্তার। তিনি জম্মু-কাশ্মীরে গিয়েছিলেন উন্নয়নমূলক কাজে। যেহেতু তিনি একজন ইঞ্জিনিয়ার, এটি তার কাজের একটি অংশ। তাতে কি সমস্যা? সে কারুর প্রতি কোন অন্যায় করেনি এবং করতেও পারে না”

গুজরাটের বাসিন্দা কিরণ প্যাটেল নিজেকে পিএমও- আধিকারিক হিসাবেই সকলের কাছে পরিচিত, জেড প্লাস নিরাপত্তা সঙ্গে নিয়ে সমগ্র দেশে ঘুরে বেড়িয়েছেন, জম্মু-কাশ্মীর পুলিশ গত ৩রা মার্চ তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার (১৬ মার্চ) জম্মু ও কাশ্মীর পুলিশ তাকে শ্রীনগর আদালতে হাজির করার সময় বিষয়টি প্রকাশ্যে আসে। পিএমও দফতরের আধিকারিক পরিচয় দিয়েও রেহাই মেলেনি। 

পুলিশ সূত্রে খবর গ্রেফতার হওয়া ব্যক্তি মোদী রাজ্যের বাসিন্দা, ওই ব্যক্তি পিএমও আধিকারিক পরিচয়ে ঘুরে বেড়িয়েছেন একাধিক কেন্দ্রশাসিত অঞ্চল। সম্প্রতি তিনি তিনি নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর শ্রীনগরের লাল চকে পৌঁছান। তিনি জম্মু ও কাশ্মীরের পাঁচ তারা হোটেলে পিএমও আধিকারিক পরিচয়েই ছিলেন। জেড প্লাস নিরাপত্তা সহ বুলেটপ্রুফ গাড়িতে ঘোরাফেরা করতেন তিনি।

জানা গিয়েছে, কিরণ প্যাটেল নিজেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উচ্চপদস্থ আধিকারিক পরিচয় দিতেন। তিনি চলতি বছরের ফেব্রুয়ারিতে জম্মু ও কাশ্মীর সফর করেন। তার এই সফরের একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল পোস্টে, তাকে বুদগামের দুধপাথরিতে বরফের উপর হাঁটতে দেখা যায়। এছাড়াও তাকে শ্রীনগর ক্লক টাওয়ার এবং উরিতে এলওসি-র কাছে নিরাপত্তা বাহিনীর সঙ্গে পোজ দিতে দেখা যায়। পাশাপাশি তিনি কাশ্মীর পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠকও করেছেন। পরে সন্দেহ হওয়ার গোয়েন্দা সংস্থাগুলি জম্মু ও কাশ্মীর পুলিশকে তার সম্পর্কে সতর্ক করে। এরপর তাকে শ্রীনগরের হোটেল থেকে গ্রেফতার করা হয়।

ধৃতের বিরুদ্ধে  আইপিসি- র ৪১৯, ৪২০, ৪৬৭, ৪৬৮ এবং ৪৭১ এর অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে । জম্মু ও কাশ্মীর পুলিশ বিষয়টি তদন্ত করছে।সূত্রের খবর, যথাসময়ে চিহ্নিত করতে না পারায় জম্মু ও কাশ্মীর পুলিশের দুই অফিসারের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। অন্যদিকে গুজরাট পুলিশের একটি দলও তদন্তে চালাচ্ছে বলে জানা গিয়েছে। 

You might also like!