Breaking News
 
Pakistan India: ‘ভারতকে শিক্ষা দিতে প্রস্তুত’—আমেরিকায় দাঁড়িয়ে পরমাণু যুদ্ধের বার্তা দিলেন পাক সেনাপ্রধান! Kunal Ghosh: ‘ঠান্ডা মাথায় অপরাধমূলক অপপ্রচার’, CBI-র সঙ্গে ‘সেটিং’—অভয়ার বাবাকে কুণাল ঘোষের বার্তা Rahul Gandhi: জ্ঞান হারালেন মহুয়া, গ্রেপ্তার রাহুল-প্রিয়াঙ্কা-খাড়গে! বিরোধীদের কমিশন ঘেরাওয়ে দিল্লিতে তুমুল উত্তেজনা Gaza Strike: আল-শিফা হাসপাতালের কাছে ইজরায়েলি হামলায় আল জাজিরার ৫ সাংবাদিক নিহত,করসপনডেন্টকে সন্ত্রাসী তকমা! India Bloc MPs' EC March: দিল্লির পথে ইন্ডিয়া জোটের বিক্ষোভ মিছিল, ব্যারিকেড টপকালেন মহুয়া-অখিলেশ, রাস্তায় ধর্নায় রাহুল! Khudiram Bose: ‘ইতিহাস বিকৃতির খেলায় এবার ক্ষুদিরামও টার্গেট?’ হিন্দি ছবির প্রসঙ্গে বিস্ফোরক মমতা

 

Country

1 day ago

Himachal weather update:বর্ষার বৃষ্টি সক্রিয় হিমাচলে, ৩০০-র বেশি রাস্তা এখনও বন্ধ

Himachal weather update
Himachal weather update

 

শিমলা, ১০ আগস্ট (হি.স.): হিমাচল প্রদেশে এখনও সক্রিয় রয়েছে বর্ষার বৃষ্টি। হিমাচল প্রদেশের বেশিরভাগ অংশে একটানা বৃষ্টিপাতের ফলে দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। আবহাওয়া দফতর আগামী ১৫ আগস্ট পর্যন্ত হিমাচলের বেশ কয়েকটি স্থানে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে।

বিশেষ করে, ১১ থেকে ১৪ আগস্ট পর্যন্ত মৌসুমী বায়ু নিজস্ব তীব্র রূপ দেখাবে বলে আশা করা হচ্ছে। এই সময়ের মধ্যে, রাজ্যের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছেশিমলার আবহাওয়া দফতর আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের বেশিরভাগ জেলায় ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা জারি করেছে।

গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাতের কারণে হিমাচল প্রদেশের বিভিন্ন জেলায় ৩০০-র বেশি রাস্তা এখনও যানবাহন চলাচলের জন্য বন্ধ রয়েছে। এছাড়াও ১৭৭টি জল সরবরাহ প্রকল্পও ব্যাহত হয়েছেবিদ্যুৎ বিভ্রাটেও নাজেহাল অবস্থা হিমাচল প্রদেশে।

You might also like!