Country

2 weeks ago

JP Nadda:মোদীজি গত ১০ বছরের মধ্যে ভারতীয় রাজনীতির সংজ্ঞা বদলে দিয়েছেন : জে পি নাড্ডা

JP Nadda
JP Nadda

 

সিধি (মধ্যপ্রদেশ), ১২ মার্চ : কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। কংগ্রেসকে আক্রমণ করে নাড্ডা বলেছেন, "আগে জনগণকে বিভক্ত করে রাজনীতি করা হতো। কংগ্রেস দীর্ঘদিন ধরে ভাই-ভাইকে বিভক্ত করেছে এবং ভোটব্যাঙ্কের রাজনীতি করেছে। কিন্তু মোদীজি গত ১০ বছরে ভারতীয় রাজনীতির সংজ্ঞা বদলে দিয়েছেন। এখন দেশের রাজনীতি হবে শুধু উন্নয়ন আর রিপোর্ট কার্ড নিয়ে।"

বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা শুক্রবার মধ্যপ্রদেশের সিধিতে এক বিশাল জনসভায় বক্তব্য রাখেন। এই জনসভায় তিনি বলেছেন, "বিরোধীদের আইএনডিআই জোটের তীব্র সমালোচনা করে নাড্ডা বলেছেন, "অহঙ্কারী জোটের সদস্যরা বেকায়দায় পড়েছে। তাঁরা নিজেদের সামনে পরাজয় দেখছেন। রাগে তাঁরা মোদীজি সম্পর্কে কুকথা বলছেন, কেন আমি জানি না। গতকাল মিসা ভারতী বলেছিলেন, 'আমাদের সরকার এলে আমরা মোদীজিকে জেলে পাঠাব।' মোদীজি ১২ বছর ধরে মুখ্যমন্ত্রী ছিলেন এবং ১০ বছর ধরে প্রধানমন্ত্রী হিসাবে দেশের সেবা করছেন, তাঁর গায়ে একটি দাগও নেই এবং এই লোকজন তাঁর জন্য এমন ভাষা ব্যবহার করছে!"


You might also like!