Country

2 days ago

Nitish Kumar slammed RJD: আরজেডি মহিলাদের জন্য কিছুই করেনি,নীতীশ কুমার

Nitish Kumar
Nitish Kumar

 

পাটনা, ৭ মার্চ : বিহার বিধানসভা পরিষদে বাজেট অধিবেশনের ষষ্ঠ দিনে মহিলাদের প্রতি হিংসা ও শিক্ষা নিয়ে আরজেডি-র মহিলা সদস্যরা প্রশ্ন তুলতেই ক্ষোভ প্রকাশ করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বিশেষ করে, প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ী দেবী-সহ অন্যান্য মহিলা বিধানসভা পরিষদ সদস্যদের উদ্দেশ্যে তিনি কটাক্ষ করেন। মুখ্যমন্ত্রী বলেন, "২০০৫-এর আগে রাজ্যে মহিলাদের শিক্ষার কী অবস্থা ছিল, তা কারও অজানা নয়।"

তিনি রাবড়ী দেবীর দিকে ইঙ্গিত করে বলেন, "আরজেডি মহিলাদের জন্য কিছুই করেনি। আরজেডি সরকার মহিলাদের শিক্ষার জন্য কী করেছে? আগে মহিলারা কোথায় পড়াশোনা করত? প্রাথমিক স্তর পর্যন্ত কিছুটা পড়লেও তারপর তাদের পড়াশোনা বন্ধ হয়ে যেত।" তিনি আরও বলেন, "আমি নিজেই ওনাকে মুখ্যমন্ত্রী বানিয়েছিলাম। কিন্তু উনি মহিলাদের জন্য কী করেছেন? মহিলাদের জন্য যা কিছু হয়েছে, তা আমাদের সরকারই করেছে।"


You might also like!