Country

2 weeks ago

Narendra Modi: শপথের সকালে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে মোদী

Modi said at the National War Memorial on the morning of the war
Modi said at the National War Memorial on the morning of the war

 

নয়াদিল্লি, ৯ জুন: জয়ের হ্যাটট্রিক করে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন নরেন্দ্র মোদী। রবিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে শপথ নেবেন তিনি। আর এই অনুষ্ঠানকে ঘিরে রাজধানীতে সাজো সাজো রব।

আর এই বিশেষ দিনের শুরুটা বিশেষভাবেই করলেন নরেন্দ্র মোদী। সকাল-সকাল তিনি পৌঁছে যান ন্যাশানাল ওয়ার মেমোরিয়ালে। সেখানে শহীদ জওয়ানদের স্মৃতিতে শ্রদ্ধার্ঘ্য জানান মোদী।


You might also like!