নয়াদিল্লি, ১ আগস্ট : দিল্লির হায়দরাবাদ হাউসে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন। বৃহস্পতিবার দুপুরে হায়দরাবাদে হাউসে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন দুই দেশের প্রধানমন্ত্রী। তাঁদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে নানা বিষয়ে আলোচনা হয়েছে। ৩-দিনের সফরে গত ৩০ জুলাই ভারতে এসেছেন ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন।
বৃহস্পতিবার সকালে দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে গার্ড অব অনারে অভিবাদন জানানো হয় ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিনকে। ভিয়েতনামের প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতি ভবনে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর তাঁকে গার্ড অব অনারে অভিবাদন জানানো হয়। ভারত সরকারের মন্ত্রীদের সঙ্গে ভিয়েতনামের প্রধানমন্ত্রীকে পরিচয় করিয়ে দেন প্রধানমন্ত্রী মোদী। রাষ্ট্রপতি ভবন থেকে ভিয়েতনামের প্রধানমন্ত্রী যান রাজঘাটে, সেখানে জাতির জনক মহাত্মা গান্ধীর সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এরপরই হায়দরাবাদ হাউসে মিলিত হন মোদী ও ফাম মিন।