Country

2 years ago

Punjab : পঞ্জাবের ৪টি জেলায় এখনও নিষিদ্ধ মোবাইল ইন্টারনেট পরিষেবা, ২৩ মার্চ অবধি থাকছে নিষেধাজ্ঞা

internet services
internet services

 

চন্ডীগড়, ২১ মার্চ : পঞ্জাবের ৪টি জেলায় মঙ্গলবারও নিষিদ্ধ রয়েছে মোবাইল ইন্টারনেট পরিষেবা। এই নিষেধাজ্ঞা বজায় থাকবে ২৩ মার্চ দুপুর অবধি। তরন তারান, ফিরোজপুর, মোগা এবং সাঙ্গরুর জেলায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত। এছাড়াও অমৃতসর জেলার আজনালা মহকুমা; এবং এসএএস নগর জেলার ওয়াইপিএস চক এবং এয়ারপোর্ট রোড সংলগ্ন এলাকায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে।

পঞ্জাবের বাকি জেলাগুলিতে মঙ্গলবার দুপুর থেকেই মোবাইল ইন্টারনেট পরিষেবা স্বাভাবিকভাবে কাজ শুরু করেছে। 'ওয়ারিস পাঞ্জাব দে' প্রধান অমৃতপাল সিং এবং তার সহযোগীদের বিরুদ্ধে পুলিশি অভিযান শুরু হওয়ার পরই ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

You might also like!