Country

1 year ago

Mask mandatory now in Delhi : দিল্লিতে পাবলিক প্লেসে ফের বাধ্যতামূলক মাস্ক, বিধিভঙ্গে হতে পারে জরিমানা

Mask mandatory now in Delhi
Mask mandatory now in Delhi

 

নয়াদিল্লি, ১১ আগস্ট : রাজধানী দিল্লিতে করোনাভাইরাসের সংক্ৰমণ বাড়তেই আবারও বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক। মাস্ক না পড়লেও মুখ কোনওভাবে ঢাকতেই হবে। দিল্লিতে পাবলিক প্লেসে এবার থেকে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। না মানলেই জরিমানা করা হবে ৫০০ টাকা। ব্যাক্তিগত ৪-চাকার গাড়িতে ভ্রমণের ক্ষেত্রে এই নির্দেশ কার্যকর হবে না। বৃহস্পতিবার এই নির্দেশিকা জারি করেছে দিল্লি সরকার।

দেশ জুড়ে আবার উদ্বেগ বাড়াচ্ছে করোনাভাইরাস। গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক সংক্রমণ অনেকটাই বেড়ে হয়েছে ১৬,২৯৯। শীর্ষে রয়েছে রাজধানী দিল্লি, রাজধানীতে আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে তেমনই বাড়ছে মৃত্যুর সংখ্যাও। বিগত ২৪ ঘন্টায় দিল্লিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২,১৪৬ জন ও মৃত্যু হয়েছে ৮ জনের। করোনার বাড়বাড়ন্ত রুখতেই এবার দিল্লিতে বাধ্যতামূলক করা হয়েছে ফেস মাস্ক।


You might also like!