Country

1 year ago

Manish Sisodia : মিলল না স্বস্তি, দিল্লি আবগারি নীতিতে সিবিআই-এর মামলায় ১৪ দিন বাড়ল সিসোদিয়ার বিচার বিভাগীয় হেফাজত

Manish Sisodia
Manish Sisodia

 

নয়াদিল্লি, ২০ মার্চ : এবারও পেলেন না স্বস্তি। দিল্লি আবগারি নীতিতে সিবিআই-এর মামলায় আরও ১৪ দিন বাড়ল দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার বিচার বিভাগীয় হেফাজত। সোমবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত আম আদমি পার্টির নেতা মনীশ সিসোদিয়ার বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ আরও ১৪ দিন বাড়িয়ে দিয়েছে। প্রসঙ্গত, দিল্লি আবগারি নীতি মামলার তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডি-র মামলায় ২২ মার্চ পর্যন্ত প্রবর্তন নির্দেশালয়ের হেফাজতে রয়েছেন সিসোদিয়া।

উল্লেখ্য, দিল্লির নতুন আবগারি নীতিতে দুর্নীতি হয়েছে—এই অভিযোগে লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। সেই মামলায় গত ২৬ ফেব্রুয়ারি সিবিআই গ্রেফতার করে সিসোদিয়াকে। তারপর গত ৯ মার্চ তিহাড় জেলে গিয়ে সিসোদিয়াকে গ্রেফতার করে ইডিও। সিবিআই আবগারি দুর্নীতির মামলার সামগ্রিক তদন্ত করলেও এই মামলায় আর্থিক নয়ছয়ের অভিযোগের তদন্ত করছে ইডি।

You might also like!