জম্মু, ১০ মে : পাকিস্তানি গোলাগুলি বর্ষণে ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে জম্মুতে। বহু বাড়ি ভেঙে গিয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে সমান্তবর্তী অসংখ্য বাড়ি। শুক্রবার রাতে সীমান্তবর্তী অঞ্চলে পাকিস্তানের ভারী গোলাবর্ষণের ফলে কুপওয়ারাতেও অনেক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। জম্মু ও কাশ্মীরে পুঞ্চে শনিবার সকালেও বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। পাকিস্তানের গোলাগুলি বর্ষণের ফলে জম্মু শহরের বেসামরিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জম্মু পশ্চিমের বিজেপি বিধায়ক অরবিন্দ গুপ্তা বলেছেন, "ভোর ৫.৪০ মিনিট নাগাদ, আমি বাড়ির প্রথম তলায় ছিলাম, হঠাৎ আঘাত লাগে, আমি একটু ভয় পেয়ে যাই। পাকিস্তানের আমাদের সেনাবাহিনীর সঙ্গে সরাসরি লড়াই করার সাহস নেই। তাই, তারা আবাসিক এলাকায় আক্রমণ শুরু করেছে। আবাসিক এলাকায় আক্রমণের পিছনে একমাত্র কারণ হল জম্মু শহরে আতঙ্ক সৃষ্টি করা।" জম্মুর আপ শম্ভু মন্দিরের কাছেও হামলা চালায় পাকিস্তান। জম্মু ও কাশ্মীরের উরিতেও পাকিস্তানি গোলাগুলিতে বাড়ি-ঘর এবং সম্পত্তির ব্যাপক ক্ষতি হয়েছে। এদিকে, ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই রামবানে চেনাব নদীর উপর নির্মিত বাগলিহার জলবিদ্যুৎ প্রকল্প বাঁধের বেশ কয়েকটি গেট খুলে দেওয়া হয়েছে। চেনাব নদীর উপর নির্মিত সালাল বাঁধের ৫টি গেট খোলা হয়েছে। শনিবার সকালেও রাজৌরিতে বিকট বিস্ফোরণের পর আকাশে ধোঁয়া উঠতে দেখা গিয়েছে। পুঞ্চেও বিকট শব্দ শোনা গিয়েছে। পাকিস্তান প্রায় ২৬টি স্থান লক্ষ্য করে হামলা চালানোর পর ভারতও প্রত্যাঘাত করেছে; নিয়ন্ত্রণ রেখায় উত্তেজনা আরও বাড়ল।