Breaking News

 

Country

2 weeks ago

Amit Shah:সিএএ নিয়ে মমতা দিদি ভয় দেখাচ্ছেন : অমিত শাহ

Amit Shah
Amit Shah

 

বুনিয়াদপুর, ১০ এপ্রিল  : “সিএএ নিয়ে মমতা দিদি ভয় দেখাচ্ছেন” । বুধবার দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে জনসভা থেকে এমনটাই বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।

এদিন সভায় দাঁড়িয়ে সিএএ প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে শাহ বলেন, ‘হাতজোড় করে বাংলার জনতাকে বলতে চাই, মমতা দিদি বাংলার লোকেদের বোকা বানাচ্ছেন। ভয় না পেয়ে যত শরণার্থী এসেছেন, তাঁরা যেন নাগরিকত্বের আবেদন করেন। কারও নাম বাদ যাবে না।’

এদিন সভার শুরুতেই ভিড় নিয়ে প্রশংসা করতে শোনা যায় শাহকে। সুকান্তকে বলেছেন, ‘আপনার ভোটের ফল তো এখানেই হয়ে গেল!’ পাশাপাশি এদিন বাংলায় আসন সংখ্যার লক্ষ্যমাত্রা বেঁধে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, ‘২০১৪-য় দু’টি আসন দিয়েছিলেন, ২০১৯-এ দিলেন ১৮টি আসন। ২০২৪ সালে ১৮ থেকে বাড়িয়ে ৩০ করতে হবে। যাতে বিজেপির ৩৭০ আসন নিশ্চিত হয়।’ ‘বিজেপি অসমে অনুপ্রবেশ খতম করেছে। বাংলায় লোকসভা ভোটে ৩০ আসন পেলে এখানে সীমান্ত টপকে কোনও ‘পরিন্দা’ও ঢুকতে পারবে না’, এমনটাই বলেন শাহ।

পাশাপাশি এদিন ভূপতিনগর নিয়েও প্রতিক্রিয়া দেন অমিত শা। ভূপতিনগরে বিস্ফোরণের মামলায় এনআইএ তদন্ত নিয়ে প্রতিক্রিয়া দিয়ে শা বলেন, ‘সবাইকে উল্টো ঝুলিয়ে সোজা করা হবে’। সন্দেশখালি প্রসঙ্গে মমতাকে প্রশ্ন করে শাহ বলেন, ‘সন্দেশখালির মতো লজ্জাজনক ঘটনা নিয়েও আপনি রাজনীতি করছেন!’ প্রসঙ্গত এবারের ভোটে নির্বাচনী প্রচারের জন্য এই প্রথম বাংলায় পা রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।

You might also like!