বেগুসরাই, ১৫ মে : তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং। বুধবার গিরিরাজ সিং অভিযোগ করেছেন, বাংলাকে একটি মুসলিম রাজ্যে পরিণত করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে গিরিরাজ সিং বলেছেন, "গত নির্বাচনে তাঁর মন্ত্রী সাংবাদিকদের দেখিয়েছিলেন, 'মিনি-পাকিস্তান', যার অর্থ তিনি পশ্চিমবঙ্গকে 'ভারতের পাকিস্তান' বানাতে চান। যখন আমাদের সরকার গঠিত হবে, এনআরসি, সিএএ, ইউসিসি এবং জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যকর করা হবে এবং 'কিম জং'-এর মতো তাঁর একনায়কত্বের অবসান হবে।"
রাহুল গান্ধী ও লালুপ্রসাদ যাদবকে আক্রমণ করে গিরিরাজ সিং বলেছেন, "রাহুল গান্ধী ও লালু যাদব যারা নিজেদের পিছিয়ে পড়া মানুষজনের শুভাকাঙ্খী হিসাবে তুলে ধরেন, কর্ণাটকে তাঁরা মুসলমানদের ওবিসি মর্যাদা দিয়ে পিছিয়ে পড়া মানুষজনের সংরক্ষণের অবসান ঘটিয়েছেন। ভবিষ্যতে, তাঁরা দেশে একটি ইসলামী রাষ্ট্র তৈরি করতে চায়।"