Country

2 weeks ago

Heatwave In India : নির্বাচনের মাঝেই লু এর দাপট! হিটওয়েভ মোকাবিলায় কি পরামর্শ প্রধানমন্ত্রীর?

Prime Minister Narendra Modi (File Picture)
Prime Minister Narendra Modi (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ তাপমাত্রার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে মৌসম ভবনের তরফে ভয়ংকর তাপপ্রবাহের পূর্বাভাস জারি করা হয়েছে। ভোটের মধ্যবর্তী সময়ে দাঁড়িয়ে তীব্র দহনের আশঙ্কা করা হচ্ছে। তাই স্বভাবতই এই নিয়ে চিন্তার ভাঁজ স্বয়ং প্রধানমন্ত্রীর কপালে। তিনি বৃহস্পতিবার বিকেলে এই তীব্র তাপপ্রবাহের হাট থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় সেই সংক্রান্ত একগুচ্ছ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার রাতে তাপপ্রবাহ নিয়ে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। সমস্ত কেন্দ্রীয়, রাজ্যস্তর এবং স্থানীয় প্রশাসনকে এই ভয়ংকর গরমের সঙ্গে জুঝতে একজোট হয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন। বৈঠকে উপস্থিত এক আধিকারিক বলেন, 'এপ্রিল থেকে জুন মাসের মধ্যে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার আশঙ্কা রয়েছে। এই সময়ের মধ্যে দেশের একাধিক অংশে বইবে লু। মৌসম ভবনের এই আপডেট নিয়ে বিস্তারিত জানানো হয়েছে প্রধানমন্ত্রীকে।

হিটওয়েভ মোকাবিলায় পরামর্শ মোদী

তিনি অবিলম্বে প্রয়োজনীয় ওষুধ, তরল পদার্থ, আইস প্যাক, ওআরএস এবং জলের পর্যাপ্ত বন্দোবস্ত রাখার পরামর্শ দিয়েছেন। স্বাস্থ্য ক্ষেত্রগুলিতে পর্যাপ্ত ব্যবস্থা করার কথা বলেছেন তিনি।'

টেলিভিশন, রেডিয়ো এবং সোশ্যাল মিডিয়ায় বিশেষভাবে স্থানীয় আঞ্চলিক ভাষায় লু সম্পর্কিত সতর্কবার্তা প্রচার করার নির্দেশ দিয়েছেন নরেন্দ্র মোগী। লোকসভা নির্বাচনের সময় জুড়েই ক্রমশই তাপমাত্রা বাড়তে শুরু করবে। জ্বালাপোড়া গরমের মাঝেই চলছে প্রচার। ভোটারদেরও এই গরম মাথায় করেই বুথে বুথে লাইন দিতে হবে। ফলে সে কথা মাথায় রেখেই স্বাস্থ্য মন্ত্রককে সর্বদা অ্যালার্ট থাকতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

কেন্দ্র, রাজ্য এবং জেলাস্তরে হিটওয়েভের মোকাবিলা করার জন্য সবরকমভাবে প্রস্তুতি রাখার কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী। সাধারণ মানুষের মধ্যে সতর্কতা বাড়ানো অবিলম্বে প্রয়োজন বলে মনে করছেন তিনি। আর সে কারণেই স্থানীয় ভাষায় অ্যালার্ট এবং প্রচারের উপর জোর দিয়েছেন। প্রধান সচিব, স্বরাষ্ট্র সচিব, মৌসম বিভাগ এবং বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিকদের এই বৈঠকে বিশেষ নজরদারি রাখার নির্দেশ দেন।

আবহাওয়ার আপডেট

২০২৪ সালের শুরু থেকেই গরমের দাবদাহে নাজেহাল হচ্ছে মানুষ। আবহাওয়াবিরা বলছেন, লা নিনা আসছে। তার জেরেই ওলট পালট হতে পারে ভারতের মরশুম। IMD-র পূর্বাভাস, আগামী তিনমাস মারাত্মক তাপপ্রবাহ চলবে দেশজুড়ে। হাঁসফাঁস গরমের মধ্যেই ভোটারদের বুথের সামনে লাইন দিতে হবে। তিনমাসের মধ্যেই ১০ থেকে ২০ দিনের জন্য প্রবল হিটওয়েভ চলবে। হাঁসফাঁস করা গরম পড়বে মধ্য প্রদেশ, উত্তর এবং উপকূলীয় মহারাষ্ট্র, কর্নাটক, কেরালা, লাক্ষাদ্বীপ, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ, তেলঙ্গানা, অন্ধ্র প্রদেশ এবং ওডিশায়।

You might also like!