Country

1 month ago

Lok Sabha Elections:লোকসভা নির্বাচন : নির্বাচনী ইস্তেহার প্রকাশ ডিএমকে ও এআইএডিএমকে-র, প্রার্থী তালিকাও ঘোষণা

DMK has released its manifesto for the upcoming Lok Sabha elections
DMK has released its manifesto for the upcoming Lok Sabha elections

 

চেন্নাই, ২০ মার্চ : আসন্ন লোকসভা নির্বাচনের জন্য ইস্তেহার প্রকাশ করল ডিএমকে, পাশাপাশি বুধবারই আসন্ন লোকসভা নির্বাচনের জন্য ইস্তেহারে প্রকাশ করেছে এআইএডিএমকে–ও। দুই দলই লোকসভা নির্বাচনের জন্য প্রার্থীদের নামও ঘোষণা করেছে।

চেন্নাইয়ে দলের সদর দফতর আরিভালায়ামায়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, ডিএমকে সাংসদ কানিমোঝি-সহ অন্যান্যদের উপস্থিতিতে লোকসভা নির্বাচনের জন্য নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে ডিএমকে। ডিএমকে এদিন তাঁদের ১৬ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে - উত্তর চেন্নাই:- কালানিধি বীরস্বামী, দক্ষিণ চেন্নাই:- থামিঝাচি থাঙ্গাপান্ডিয়ান, মধ্য চেন্নাই:- দয়ানিধি মারান, শ্রীপেরুমবুদুর:- টিআর বালু, তিরুভানামালাই:- আন্নাদুরাই, নীলগিরি:- এ রাজা, থুথুকুডি:- কানিমোঝি।

এম কে স্ট্যালিন এদিন বলেছেন, "ডিএমকেই নির্বাচনের আগে নিজস্ব ইস্তেহার তৈরি করে এবং আমরা যা বলি তা করে দেখাই, আমাদের নেতারা আমাদের এই শিক্ষা দিয়েছেন। কানিমোঝি যেমন বলেছেন, আমরা রাজ্যের সর্বত্র গিয়েছি এবং বিভিন্ন মানুষের কথা শুনেছি। এটা শুধু ডিএমকে-র ইস্তেহার নয়, জনগণের ইস্তেহার।"

এদিন নিজেদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে এআইএডিএমকেও। তামিলনাড়ুর ১৪টি আসনে নিজেদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে এআইএডিএমকে। তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এআইএডিএমকে-র সাধারণ সম্পাদক ই কে পালানিস্বামী বলেছেন, "এআইএডিএমকে জোটে, তেনকাসি কেন্দ্র থেকে ডিএমডিএমকে ৫টি আসনে, এসডিপিআই ১টি আসনে এবং পুঠিয়া তামিলগাম ১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।"


You might also like!