নয়াদিল্লি, ১৭ অক্টোবর : ভাষা হল সভ্যতা ও সংস্কৃতির আত্মা, তাই পালি ভাষাকে বাঁচিয়ে রাখা সবার দায়িত্ব। আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার দিল্লির বিজ্ঞান ভবনে অভিধম্ম দিবস ও পালি ভাষার স্বীকৃতি উৎসবে যোগ দেন। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "ভাষা হল সভ্যতা ও সংস্কৃতির আত্মা, তাই পালি ভাষাকে বাঁচিয়ে রাখা সবার দায়িত্ব, ভগবান বুদ্ধের বাণীকে বাঁচিয়ে রাখা কর্তব্য। আমি খুশি যে আমাদের সরকার অত্যন্ত বিনয়ের সঙ্গে এই দায়িত্ব পালন করেছে।"
প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, "স্বাধীনতার আগে হানাদাররা ভারতের পরিচয় মুছে ফেলার কাজে লিপ্ত ছিল এবং স্বাধীনতার পর মানুষ দাসত্বের মানসিকতার শিকার হয়। ভারত এমন এক বাস্তুতন্ত্র দ্বারা বন্দী হয়েছিল যা আমাদের বিপরীত দিকে ঠেলে দিতে কাজ করেছিল। পালি ভাষাকে নিজস্ব সঠিক স্থান পেতে সাত দশক লেগেছে। দেশ এখন আত্মমর্যাদা, আত্মবিশ্বাস, আত্মঅহংকার নিয়ে এগিয়ে যাচ্ছে। এই কারণে দেশ বড় বড় সিদ্ধান্ত নিচ্ছে। অতএব, এখন পালি ভাষা একটি ধ্রুপদী ভাষার মর্যাদা পেয়েছে এবং একই সঙ্গে মারাঠি ভাষাও একই সম্মান পায়। একইভাবে আমরা বাংলা, অসমীয়া ও প্রাকৃত ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছি।"