Country

1 day ago

Giriraj Singh: লালুর ডিএনএ লুট, বিশ্বাসঘাতকতায় পরিপূর্ণ, গিরিরাজ সিং

Giriraj Singh
Giriraj Singh

 

গয়া, ২ মার্চ : বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং। রবিবার গয়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে গিরিরাজ সিং বলেছেন, লালুর ডিএনএ-তে লুটপাট, ধর্ষণ, ডাকাতি, অগ্নিসংযোগ এবং বিশ্বাসঘাতকতা রয়েছে। গিরিরাজ আরও বলেছেন, ছাপড়ায় তিনি (লালু যাদব) তাঁর ছেলেকে তুলে ধরে বলেছিলেন, সে মুখ্যমন্ত্রী হলে বিহার উজ্জ্বল হবে। তিনি যা করেছেন তা নিয়ে কথা বলেছেন, তবে আসল বিষয়গুলি উল্লেখ করেননি।

বিহার সরকার প্রসঙ্গে গিরিরাজ সিং বলেছেন, এটি নীতীশ কুমারের দূরদৃষ্টি এবং নরেন্দ্র মোদী দ্বারা সমর্থিত সরকার। ঠিক যেমন বিহারে রাস্তার নেটওয়ার্ক সম্প্রসারিত হয়েছে। বিহারে সব লেনের উন্নয়ন করা হয়েছে। এখন মানুষ দ্রুত অগ্রসর হচ্ছে এবং কাজ দ্রুত এগিয়ে চলছে। তেজস্বী জি, আপনার প্রচেষ্টায় বিহারের মানুষ আর অন্ধকারে থাকবে না। আলোর সঙ্গে বিহার একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে।"

You might also like!