Country

1 week ago

Kunal Kamra Shiv Sena Eknath Shinde :শিন্ডেকে কটূক্তি করে বিপাকে কুণাল, কৌতুকাভিনেতা বিরুদ্ধে মামলা দায়ের

Kunal Kamra Shiv Sena Eknath Shinde
Kunal Kamra Shiv Sena Eknath Shinde

 

মুম্বই, ২৪ মার্চ : মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে নিয়ে কটূক্তি করে বিপাকে পড়লেন কৌতুকাভিনেতা কুণাল কামরা। ভারতীয় ন্যায় সংহিতার অধীনে ৩৫৩ (১) (বি), ৩৫৩ (২) এবং ৩৫৬ (২) নম্বর ধারায় মুম্বইয়ের এমআইডিসি থানায় কুণালের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মুম্বই পুলিশ জানিয়েছে, শিবসেনা বিধায়ক মুরজি প্যাটেল এই অভিযোগ দায়ের করেছেন।

রবিবারই মুম্বইয়ের খার এলাকার একটি হোটেলে ভাঙচুর চালাযন শিবসেনা কর্মীরা। স্ট্যান্ড-আপ কৌতুক অভিনেতা কুণাল কামরার অনুষ্ঠানে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে সম্পর্কে 'গদ্দার' (বিশ্বাসঘাতক) মন্তব্য দেখানো হয়েছিল। এরপরই ক্ষোভে ফেটে পড়েন শিবসেনা কর্মীরা। ভাঙচুর চালানো হয় হোটেলে, এবার কুণালের বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা।

You might also like!