Country

10 months ago

King Norodom Sihamni of Cambodia visits India:ভারত সফর কম্বোডিয়ার রাজা নরোদম সিহামনি

King Norodom Sihamni of Cambodia visits India
King Norodom Sihamni of Cambodia visits India

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক : 60 বছর পর ভারতে ফিরছেন কম্বোডিয়ার রাজা। কম্বোডিয়ার রাজা নরোদম সিহামনি 29 থেকে 31 মে এর মধ্যে ভারত সফরে আসছেন তাদের কূটনৈতিক সম্পর্কের 70 তম বার্ষিকী উপলক্ষে।রাজার এই ভারত সফর প্রায় ছয় দশক অতিক্রম করতে চলেছে। শেষ তিনি ভারতে এসেছিলেন ১৯৬৩ সালে । রাজার এই সফর ১৯৫২ সালের দুই দেশের মধ্যে প্রতিষ্ঠিত সম্পর্ক কে ৭০ তম বার্ষিকী হিসাবে চিহ্নিত করবে । তার সঙ্গে আস্তে চলেছেন তার রাজ্যের মন্ত্রী ,সিনেটের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য আধিকারিকরা সহ ২৭ জন সদস্য ।

1959 সালে কম্বোডিয়া সফর করেছিলেন আমাদের দেশের প্রধান মন্ত্রী রাজেন্দ্র প্রসাদ । তারপর শেষ কম্বোডিয়া সফর করেছিলেন রাষ্ট্রপতি শ্রীমতি প্রতিভা পাটিল।রাজা নরোদম সিহামনি র ভারত ভ্রমণ শুরু হবে ৩০ মে । ঘটনা সূত্রে জানা গেছে তিনি প্রথমে ভারতের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি , পরাষ্ট্রমন্ত্রী  এবং প্রধানমন্ত্রীর সাথে দেখা করবেন । তার ভোজসভার বিরাট আয়োজন করা হয়েছে রাষ্ট্রপতি ভবনে ।

ভারত হলো আমাদের প্রথম গণতান্ত্রিক দেশ যে কম্বোডিয়ায় নতুন সরকারকে স্বীকৃতি দেয় এবং 1981 সালে। ভারত 1991 সালের প্যারিস শান্তি চুক্তি চূড়ান্তকরণেও সক্রিয় এবং ইতিবাচক ভূমিকা পালন করে এবং জাতিসংঘের অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষের পরিচালনায় অবদান রাখে। আর ভারতের এই অবদানের জন্য কম্বোডিয়া তাকে প্রশংসিত এবং স্মরণ করে।

রাজার এই সফরটি ভারত-কম্বোডিয়া সম্পর্ককে সুসংহত ও শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা প্রদান করবে। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকীতে এই সফরের একটি শক্তিশালী ভূমিকা পালন করবে । এই সফর দুই দেশের মধ্যে  বাণিজ্য, অর্থনৈতিক, প্রতিরক্ষা, সংস্কৃতি এবং জনগণের মধ্যে সম্পর্ককে আরও ঘনিষ্টপূর্ণ করে তুলবে।

You might also like!