Country

1 month ago

Kapil Sibbal on Kejriwal arrest: কেজরিওয়ালের গ্রেফতারি গণতন্ত্রের পরিহাস: কপিল সিব্বাল

Kejriwal's arrest is a mockery of democracy: Kapil Sibal
Kejriwal's arrest is a mockery of democracy: Kapil Sibal

 

নয়াদিল্লি, ২২ মার্চ: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারিতে কেন্দ্রকে তীব্র আক্রমণ শানালেন রাজ্যসভার সাংসদ তথা বরিষ্ঠ আইনজীবী কপিল সিব্বাল। তিনি বলেন, আমি শুরু থেকেই বলে আসছি এসবের বিরুদ্ধে আইএনডিআই জোটকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি আরও বলেন, অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি মামলার কোনও ভিত্তিই নেই। কোনও প্রমাণও নেই। তাঁকে গ্রেফতারি গণতন্ত্রের পরিহাস ছাড়া আর কিছু নয়।

উল্লেখ্য, লোকসভা ভোটের মুখে দিল্লির আবগারি দুর্নীতি মামলায় বৃহস্পতিবার রাতে ইডির হাতে গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। প্রসঙ্গত, বৃহস্পতিবারই কেজরিওয়ালকে অন্তর্বর্তীকালীন সুরক্ষা দিতে অস্বীকার করেছিল দিল্লি হাইকোর্ট। আদালত বৃহস্পতিবার বলেছিল, “আমরা অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির বিষয়ে কোনও অন্তর্বর্তীকালীন সুরক্ষা দিতে পারি না।” কেজরিওয়ালের তরফে আদালতকে বলা হয়েছিল যে, তিনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সামনে হাজির হতে প্রস্তুত, তবে তাকে আশ্বস্ত করতে হবে তদন্তকারী সংস্থা তাকে গ্রেফতার করবে না। কিন্তু আদালত কেজরিওয়ালকে অন্তর্বর্তীকালীন সুরক্ষা দিতে অস্বীকার করে। আর বৃহস্পতিবার রাতেই আশঙ্কা সত্যি করে ইডির হাতে গ্রেফতার হন দিল্লির মুখ্যমন্ত্রী।

You might also like!