নয়াদিল্লি, ২০ জুলাই ঃ কানওয়ার যাত্রাকে ঘিরে যে রাজনীতি হচ্ছে, তা ভারতকে বিকশিত ভারতের দিকে নিয়ে যাবে না। এমনই অভিমত পোষণ করলেন রাজ্যসভার সাংসদ কপিল সিব্বল। শনিবার এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, "প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও মুখ্যমন্ত্রীদের এমন ইস্যু উত্থাপন করা উচিত নয়, যা নিয়ে রাজনীতি করা হয়। এই বিষয়গুলির সঙ্গে সাধারণ মানুষের কোনও সম্পর্ক নেই।"
উল্লেখ্য, কানওয়ার যাত্রার রুটে সমস্ত খাবারের দোকানে মালিকের নাম উল্লেখ করা বাধ্যতামূলক। এমনই নির্দেশিকা দিয়েছে উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ সরকার। এরই প্রেক্ষিতে শনিবার কপিল সিব্বল বলেছেন, "এই ধরনের বিষয়গুলি পরে সংসদে উত্থাপিত হবে এবং অর্থনৈতিক ও রাজনৈতিক চ্যালেঞ্জের বিষয়গুলি সেখানে আলোচনা করা হবে না। আমি বিশেষ করে উত্তর প্রদেশ এবং উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীদের বলতে চাই, এসব বন্ধ করতে। এর আগেও কানওয়ার যাত্রা হয়েছে। যাঁরা যাত্রায় আছেন তাঁরা সব জানেন, কোথায় খাবেন আর কোথায় খাবেন না।