Country

12 hours ago

Narendra Modi : গোটা বিশ্বের ভবিষ্যতকে রূপ দান করতে ভারত অগ্রগণ্য ভূমিকা নিয়েছে : প্রধানমন্ত্রী

Narendra Modi
Narendra Modi

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  গোটা বিশ্বের ভবিষ্যতকে রূপ দান করতে ভারত অগ্রগণ্য ভূমিকা নিয়েছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। নতুন দিল্লিতে একটি বেসরকারি সংবাদমাধ্যম আয়োজিত বিশ্ব সম্মেলনের মঞ্চে তিনি বলেন, যখন বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে পরিচিত হচ্ছে তখন এই ক্ষেত্রে ভারত বিশ্বের মধ্যে দ্বিতীয় সম্ভাবনাময় দেশ হিসেবে উঠে এসেছে। গোটা বিশ্ব যখন অনিশ্চয়তার দোলাচলে ভুগছে তখন ভারত আসার নতুন কিরণ পথ দেখাচ্ছে।

প্রধানমন্ত্রী আরও জানান, তৃতীয় এনডিএ সরকারের ১২৫ দিন পূর্তিতে ৯ লক্ষ কোটি টাকার পরিকাঠামো উন্নয়ন প্রকল্প অনুমোদন করা হয়েছে, ১৫টি বন্দে ভারত ট্রেনের সূচনা করা হয়েছে। তিনি আরও জানান, ৮টি বিমানবন্দরের নির্মাণ কাজ শুরু হয়েছ। ৫ লক্ষের বেশি বাড়ির ছাদে সৌর বিদ্যুৎ উৎপাদনের প্যানেল বসানো হয়েছে এবং ৯০ কোটিরও বেশি গাছের চারা রোপন করা হয়েছে। এই ১২৫ দিনে দেশের বিদেশি মুদ্রা ভান্ডার ৭০০ কোটি ডলারেরও বেশি বৃদ্ধি পেয়েছে বলেও প্রধানমন্ত্রী জানিয়েছেন।


You might also like!