Country

1 month ago

K Kavita: ২৬ মার্চ পর্যন্ত বাড়ল কে কবিতার ইডি হেফাজত, বিআরএস নেত্রী বললেন আদালতে লড়ব

K Kavita
K Kavita

 

নয়াদিল্লি: ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)-র এমএলসি কে কবিতার ইডি হেফাজতের মেয়াদ বৃদ্ধি পেল আগামী ২৬ মার্চ পর্যন্ত। কে কবিতাকে দিল্লির রাউস এভিনিউ আদালতে পেশ করা হয়। আবগারি নীতি মানি লন্ডারিং মামলায় আদালত তাঁকে ২৬ মার্চ পর্যন্ত ইডি হেফাজতে পাঠিয়েছে। বিআরএস নেতা কে কবিতার আইনজীবী ললিতা রেড্ডি বলেছেন, "আদালত তিন দিনের জন্য হেফাজত মঞ্জুর করেছে। বিষয়টি এই মাসের ২৬ তারিখে ফের শুনানি হবে। তাঁরা (ইডি) আরও কিছু সময় চায়। তাঁরা কিছু ব্যবস্থা নিতে চায় এবং কিছু প্রমাণ জোগাড় করতে চায়। তাই বলে পাঁচদিনের সময় চেয়েছিল, কিন্তু আদালত মাত্র তিন দিনের হেফাজত মঞ্জুর করেছে।"

এদিন যখন আদালতে পেশ করা হয় কে কবিতাকে, তখন তিনি বলেন, "আমরা লড়াই করছি। নির্বাচনের সময় এত রাজনৈতিক গ্রেফতারি ঠিক নয়। ইসিআই-এর হস্তক্ষেপ করা উচিত এবং এই দেশে গণতন্ত্র রক্ষা করা উচিত। জয় তেলেঙ্গানা।" নিজ গ্রেফতারিকে অবৈধ বলেছেন কবিতা এবং হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আদালতে লড়াই হবে।

You might also like!