নয়াদিল্লি, ১১ আগস্ট : দেশের প্রাক্তন বিদেশমন্ত্রী নটবর সিংয়ের প্রয়াণে শোকপ্রকাশ করলেন ভারতের বর্তমান বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। রবিবার সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, বিশিষ্ট কূটনীতিক এবং প্রাক্তন বিদেশমন্ত্রী কে নটবর সিং-এর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তাঁর অনেক অবদানের মধ্যে আছে ২০০৫ সালের জুলাইতে ভারত-মার্কিন পারমাণবিক চুক্তিতে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা। তাঁর লেখনী, বিশেষ করে চীন সম্পর্কে লেখাগুলি কূটনীতিতে আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই। ওম শান্তি।
উল্লেখ্য, শনিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতের প্রাক্তন বিদেশমন্ত্রী নটবর সিং। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। ১৯৩১ সালে রাজস্থানের ভরতপুরে জন্ম তাঁর। ১৯৮৪ সালে তাঁকে পদ্মভূষণ দেওয়া হয়। জানা গেছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। বার্ধক্যজনিত রোগে কাবু হয়ে পড়েছিলেন। গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন বিদেশমন্ত্রী। জানা যাচ্ছে, সোমবার শেষকৃত্য হবে তাঁর।