Country

1 week ago

Rahul Gandhi: ভারতে সত্য কথা বলা এখন কঠিন : রাহুল গান্ধী

Rahul Gandhi
Rahul Gandhi

 

পাটনা: ভারতে সত্য কথা বলা এখন কঠিন, উদ্বেগ প্রকাশ করে বললেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। একইসঙ্গে কংগ্রেসে অন্তর্ভুক্তিমূলক সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন রাহুল, বিহারে অতীতের ভুল স্বীকার করেছেন। রাহুল গান্ধী সোমবার বিহারের বেগুসরাইয়ে অভিবাসন ও বেকারত্বের সমস্যা নিয়ে কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত পদযাত্রায় যোগ দেন।

পরে পাটনায় এক অনুষ্ঠানে রাহুল বলেছেন, "সাংগঠনিক স্তরে দলে অনেক পরিবর্তন আনা হচ্ছে।" রাহুল স্বীকার করেছেন যে, আগে বিহারে কিছু ভুল হয়েছিল, কিন্তু এখন দল সমাজের সমস্ত অংশকে সঙ্গে নিয়ে চলবে। রাহুল এদিন বলেছেন, "আম্বেদকরজি দলিতদের জন্য লড়াই করেছিলেন, তিনি দলিতদের যন্ত্রণা এবং সত্য বুঝতেন। তিনি সেই সত্যের জন্য লড়াই করেছিলেন। সেই কারণেই মহাত্মা গান্ধীর জীবনীটির নামকরণ করা হয়েছে 'আমার সত্যের পরীক্ষা', 'আমার মিথ্যার পরীক্ষা' নয়, যা প্রধানমন্ত্রী মোদী লিখতে পারেন। লড়াইটি সত্যের জন্য। ভারতে সত্য বলা এখন কঠিন। সমগ্র দেশ জানে, এমনকি বড় বড় নেতারাও সত্য বলতে পারেন না। কিন্তু গৌতম বুদ্ধ, আম্বেদকরজি এবং গান্ধীজির দেওয়া উদাহরণ কী? আমাদের ভয় পাওয়ার এবং দেশের সামনে সত্য তুলে ধরার দরকার নেই। ফুলে জি, আম্বেদকরজি এবং গান্ধীর আদর্শ আপনার এবং আমার রক্তে রয়েছে এবং কেউ এটিকে অপসারণ করতে পারবে না।"


You might also like!