Country

1 day ago

International Women's Day 2025: স্বাধীনতা সংগ্রাম-সহ নানা ক্ষেত্রে বিশাল অবদান রেখেছেন ভারতীয় নারীরা,ওম বিড়লা

Om Birla
Om Birla

 

নয়াদিল্লি, ৮ মার্চ : আন্তর্জাতিক নারী দিবসে ভারতীয় নারীদের প্রতি কুর্নিশ জানালেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। তাঁর কথায়, স্বাধীনতা সংগ্রাম-সহ নানা ক্ষেত্রে বিশাল অবদান রেখেছেন ভারতীয় নারীরা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে শনিবার সকালে সংসদ ভবন অ্যানেক্সিতে জাতীয় মহিলা কমিশনের একটি প্রদর্শনীর উদ্বোধন করেন লোকসভার স্পিকার ওম বিড়লা। এই প্রদর্শনীতে সংবিধান পরিষদের মহিলা সদস্যদের ছবি তুলে ধরা হয়েছে।

লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, "স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে ভারতকে সমৃদ্ধ করা, ভারতের অর্থনৈতিক ও সামাজিক রূপান্তর, ভারতীয় নারীরা বিশাল অবদান রেখেছেন। এখন ভারতীয় সংসদের ১৫ জন মহিলাকে স্মরণ করার দিন, যারা দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন এবং সংবিধান প্রণয়নে ভূমিকা পালন করেছিলেন। এটি আমাদের সকলের জন্য অনুপ্রেরণাদায়ক।"

You might also like!