নয়াদিল্লি, ২১ মে : সন্ত্রাসবাদ প্রসঙ্গে পাকিস্তানের মুখোশ খুলবে ভারত। এই লক্ষ্যে বুধবার থেকে ভারতের কূটনৈতিক কর্মসূচির সূচনা হয়েছে। অপারেশন সিঁদুরের ওপর ভারতের কূটনৈতিক প্রচার এবং পাকিস্তান-মদতপুষ্ট সন্ত্রাসবাদের মুখোশ খুলতে জেডি(ইউ) সাংসদ সঞ্জয় কুমার ঝা-র নেতৃত্বে একটি সর্বদলীয় প্রতিনিধিদল বুধবার পাঁচটি দেশ সফরে রওনা হয়েছে।
সকল ধরণের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের দৃঢ় দৃষ্টিভঙ্গি তুলে ধরার জন্য প্রতিনিধিদলটি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কোরিয়া প্রজাতন্ত্র, জাপান এবং সিঙ্গাপুর সফর করবে। নতুন দিল্লিতে প্রতিনিধিদলের যাত্রার আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সঞ্জয় কুমার ঝা বলেন, সন্ত্রাসবাদ পাকিস্তানের রাষ্ট্রীয় নীতির একটি অংশ এবং তারা বিশ্বকে জানাবে যে ইসলামাবাদ কীভাবে সন্ত্রাসবাদকে মদত দিচ্ছে।