Country

1 year ago

Narendra Modi:২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত দেশে পরিণত করতেই হবে : প্রধানমন্ত্রী

PM Narendra Modi
PM Narendra Modi

 

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর : সংসদের বিশেষ অধিবেশনের প্রাক্কালে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেছেন, ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত দেশে পরিণত করতেই হবে আমাদের। সোমবার থেকে শুরু হয়েছে সংসদের বিশেষ অধিবেশন, ১৮-২২ সেপ্টেম্বর, ৫-দিনের এই বিশেষ অধিবেশন শুরু হওয়ার প্রাক্কালে এদিন সকালে সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, "সংসদের এই অধিবেশন সংক্ষিপ্ত হলেও, সময়ের সঙ্গে সঙ্গে তা বিশাল। এটি ঐতিহাসিক সিদ্ধান্তের একটি অধিবেশন। এই অধিবেশনের একটি বিশেষত্ব হল ৭৫ বছরের যাত্রা শুরু হচ্ছে একটি নতুন গন্তব্য থেকে...এখন, একটি নতুন জায়গা থেকে যাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার সময়...২০৪৭ সালের মধ্যে আমাদের দেশকে একটি উন্নত দেশে পরিণত করতে হবে। আগামী সময়ের সব সিদ্ধান্ত নতুন সংসদ ভবনে নেওয়া হবে।"

প্রধানমন্ত্রীর কথায়, "এটি একটি সংক্ষিপ্ত অধিবেশন। সাংসদদের সর্বাধিক সময় উৎসাহ এবং উত্তেজনার পরিবেশে (অধিবেশনে) উৎসর্গ করা উচিত।" প্রধানমন্ত্রী আরও বলেছেন, "আগামীকাল গণেশ চতুর্থীতে, আমরা নতুন সংসদে যাব। ভগবান গণেশ ''বিঘ্নহর্তা'' নামেও পরিচিত, এখন দেশের উন্নয়নে কোনও বাধা থাকবে না... ''নির্বিঘ্ন রূপ সে সারে স্বপ্নে সারে সংকল্প ভারত পরিপূর্ণ করেগা''... সংসদের এই অধিবেশন ছোট হতে পারে, কিন্তু সুযোগে ঐতিহাসিক।"

ভারতের চন্দ্রযান-৩ মিশনের সাফল্য প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, "চন্দ্র মিশনের সাফল্য --- চন্দ্রযান-৩ আমাদের তিরঙ্গা উত্তোলন করেছে, শিব শক্তি পয়েন্ট অনুপ্রেরণার নতুন কেন্দ্র হয়ে উঠেছে, তিরাঙ্গা পয়েন্ট আমাদের গর্বে ভরিয়ে দিচ্ছে। সারা বিশ্বে যখন এমন কোনও অর্জন করা হয়, তখন সেটাকে আধুনিকতা, বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে যুক্ত করে দেখা হয়। যখন এই সামর্থ্য বিশ্বের সামনে আসে, তখন বেশ কিছু সুযোগ ও সম্ভাবনা ভারতের দরজায় কড়া নাড়ে।" ভারতের জি-২০ শিখর বৈঠকের সাফল্য প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছে, "ভারত সর্বদা গর্বিত হবে, কারণ আমরা জি-২০ শিখর সম্মেলনে গ্লোবাল সাউথের কণ্ঠস্বর হয়েছি এবং আফ্রিকান ইউনিয়ন জি-২০-এর স্থায়ী সদস্য হয়ে উঠেছে। এ সবই ভারতের উজ্জ্বল ভবিষ্যতের সংকেত। ''যশোভূমি'' একটি আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রও গতকাল দেশকে উৎসর্গ করা হয়েছে।"


You might also like!